পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেশবের সাহায্যে জীবনের মূল স্রোতে ফিরছে বাপি - Set

দর্শকের জন্য কী নতুন মোড় আসতে চলেছে গল্পে জানতে 'কেশব'-র শুটিং ফ্লোরে ঢুঁ মারল ETV ভারত সিতারা । ধারাবাহিকের গল্প নিয়ে কথা বললেন অভিনেতা-অভিনেত্রীরা ।

কেশব

By

Published : Aug 5, 2019, 8:49 PM IST

কলকাতা : 'কেশব'-এ গত সপ্তাহে দর্শক দেখেছেন, প্রাপ্তি রায় অবিনাশের সঙ্গে ষড়যন্ত্র করে এক তান্ত্রিককে বাড়িতে এনেছে কেশবকে মারার জন্য । কিন্তু কেশবের দৈবশক্তির কাছে তান্ত্রিকও হার মানতে বাধ্য হয় ।

এতদিন সমস্যা ছিল কেশবকে নিয়েও । তবে এখন বলরামকে নিয়ে নতুন সমস্যা দেখা দিয়েছে । তার প্রাণহানির আশঙ্কা রয়েছে । এসবের পিছনে পিশাচ আখ্যায়িত মৈত্রী রয়েছে বলেই সবার সন্দেহ ।

প্রাপ্তি ও অবিনাশের এই নতুন ষড়যন্ত্র থেকে কেশব কি নিজেকে বাঁচাতে পারবে ? জানতে 'কেশব'-র সেটে গিয়েছিল ETV ভারত সিতারা । যেখানে কথা হল ইন্দ্রাক্ষী, বাপি ও ভিক্টরের সঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details