পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Amar Sona Chander Kana: নতুন জুটি রবি-জেসমিন, আসছে আমার সোনা চাঁদের কণা

টেলিপর্দার নতুন জুটি রবি শ (Ravi Shaw news ) ও জেসমিন রায় ৷ আসছে নতুন ধারাবাহিক (new Bengali serial) 'আমার সোনা চাঁদের কণা' (Amar Sona Chander Kana)৷

ravi-shaw-jasmine-roy-to-act-in-new-bengali-serial-amar-sona-chander-kana
নতুন জুটি রবি-জেসমিন, আসছে আমার সোনা চাঁদের কণা

By

Published : Mar 9, 2022, 8:43 PM IST

কলকাতা, 9 মার্চ: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক (new Bengali serial) 'আমার সোনা চাঁদের কণা'(Amar Sona Chander Kana)। 28 মার্চ থেকে সম্প্রচার শুরু হবে ধারাবাহিকের ।

বেশ অনেকদিন পর লিড রোলে কামব্যাক করছেন অভিনেত্রী জেসমিন রায় (Jasmine Roy news)৷ আসছে নতুন ধারাবাহিক 'আমার সোনা চাঁদের কণা'। এই প্রথমবার রবি শ'র (Ravi Shaw news) সঙ্গে জুটি বাঁধছেন জেসমিন । এর আগে একাধিক ধারাবাহিকে কখনও লিড রোলে কখনও আবার পার্শ্বচরিত্রে দাপিয়ে অভিনয় করেছেন তিনি । নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চরিত্রেই সমান সাবলীল তিনি । 'ভগবান শ্রী কৃষ্ণ', 'আরব্য রজনী', 'ত্রিনয়নী', 'কী করে বলব তোমায়', 'পাণ্ডব গোয়েন্দা', 'জয় জগন্নাথ'-সহ একাধিক ধারাবাহিক রয়েছে তাঁর ঝুলিতে ।

ও দিকে 'বেদের মেয়ে জ্যোৎস্না'র পর ফের টেলি কামব্যাক ঘটছে রবি শ'র । 'রাধা' ধারাবাহিকের মাধ্যমে টেলিপর্দায় ডেবিউ করেন রবি ।

আরও পড়ুন:Abir Ritabhari in Fatafati : উইন্ডোজের নতুন জুটি আবির-ঋতাভরী, এপ্রিলে শুটিং শুরু ফাটাফাটির

সূত্রের খবর অনুযায়ী, রবির চরিত্রের নাম সোম । সে ছোট থেকে মায়ের ভালবাসা পায়নি । মূলত সেই ঘটনাকে কেন্দ্রে রেখেই এগোবে ধারাবাহিকের গল্প । রবি এবং জেসমিনকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায় ।

দিনকয়েক আগে মুক্তি পেয়েছে রবি শ অভিনীত বাংলা ছবি 'আবার বছর কুড়ি পরে'। সম্প্রতি শিলাদিত্য মৌলিক পরিচালিত 'নিশি' নামে একটি মিউজিক ভিডিয়ো অ্যালবামে এনা সাহার সঙ্গে অভিনয় করেছেন রবি । এ বার ফের তিনি ব্যস্ত হতে চলেছেন 14 ঘণ্টার রুটিনে । চরিত্র প্রসঙ্গে এখনই কেউ কিছু বলতে নারাজ ।

আরও পড়ুন: Dev Rukmini Relationship: বিয়ে কি পাকা করেই ফেললেন দেব-রুক্মিণী ?

অপেক্ষা সময়ের । 28 মার্চ থেকে টেলিভিশনের পর্দায় আসবে এই ধারাবাহিক । কোন স্লটে এই ধারাবাহিক আসছে, তাও এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে ।

ABOUT THE AUTHOR

...view details