পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Bengali serial Dutta and Bouma: বিদায়ের আগে পৌষ পার্বণে মাতোয়ারা দত্ত অ্যান্ড বউমা - পিঠে পুলি উৎসব

বিদায়ের আগে পৌষ পার্বণে মাতোয়ারা বাংলা ধারাবাহিক দত্ত অ্যান্ড বউমা (bengali serial Dutta and Bouma) ৷ বাড়ির পুরুষ সদস্যরা বানালেন পিঠে পুলি (pithe puli festival)৷

pithe puli festival celebrated in bengali serial Dutta and Bouma
বিদায়ের আগে পৌষ পার্বণে মাতোয়ারা দত্ত অ্যান্ড বউমা

By

Published : Jan 16, 2022, 3:16 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: শেষের পথে বাংলা ধারাবাহিক 'দত্ত অ্যান্ড বউমা'(bengali serial Dutta and Bouma)। শেষ সম্প্রচার 23 জানুয়ারি । 24 জানুয়ারি থেকে সেই স্লটে আসছে ধারাবাহিক 'সোনা রোদের গান'(Sona roder gan)।

বিদায়ের ঘণ্টা বেজেছে । শেষের পথে ধারাবাহিক 'দত্ত অ্যান্ড বউমা'। এই ধারাবাহিকে এক শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন পাপিয়া অধিকারী । দিনকয়েক অসুস্থ থাকার পর শুক্রবার মকর সংক্রান্তির দিন ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী । 16 জানুয়ারির এপিসোডে পিঠে পুলি উৎসবে (pithe puli festival) মেতে উঠতে দেখা যাবে দত্ত পরিবারের সদস্যদের । এমনটাই জানা গিয়েছে চ্যানলের তরফে ।

দত্ত অ্যান্ড বউমায় পিঠে পুলি উৎসব

গল্পের ছাঁচ বলে, দত্ত বাড়িতে পালিত হচ্ছে মকর সংক্রান্তি, কিন্তু একটু অন্য ভাবে । পুরুষরা এদিন রান্না করবে এবং বাড়ির মহিলা সদস্যরা বিশ্রাম নেবে, নিজেদের মতো করে আমোদ আহ্লাদে মেতে থাকবে । ওদিকে মুকুটকে নিজের ভালবাসার কথা এদিন জানাবে হলে ঠিক করে স্বর্ণ । বাধ সাধে অভয় । পায়েসে বিষ মেশায় সে । আর সেটা খেয়ে স্বর্ণর কোলে ঢলে পড়ে মুকুট। তারপর কী হয় সেটাই দেখার আগামী দিনগুলিতে ।

আরও পড়ুন:Search Trailer Release: আসছে নতুন ওয়েব সিরিজ সার্চ, পৌষ পার্বণে এল ট্রেলার

প্রসঙ্গত কদিন আগেই এ হেন বাড়ির পুরুষ সদস্যদের দিয়ে পিঠে পুলি বানানোর এপিসোড দেখায় ধারাবাহিক 'মন ফাগুন'। আর এ বার 'দত্ত অ্যান্ড বউমা'-তেও ঘটতে চলেছে তেমন কিছু । বাংলা ধারাবাহিকের এ এক নতুন ট্রেন্ড ধরে নেওয়া যায় ।

বিদায়ের আগে পৌষ পার্বণে মাতোয়ারা দত্ত অ্যান্ড বউমা

গল্পের নায়িকা মুকুট অর্থাৎ তিতিক্ষা দাস তাঁর জীবনের পৌষ পার্বণ নিয়ে ইটিভি ভারতকে বলেন, "পৌষ পার্বণে লক্ষ্মীপুজো হত আমাদের বাড়িতে । মিষ্টি খুব একটা পছন্দ না করলেও পিঠে পায়েস আমার বেশ পছন্দের । আমি, ভাই, দিদি পুজোর আগেই অর্ধেক পিঠে শেষ করে দিতাম । আর এটা নিয়ে ঝামেলা হত বাড়িতে । কারণ পুজোর জন্য মা ওগুলো বানাত । আর আমরা পুজোর আগে খেয়ে নিলে মা তো রাগবেই । পুজোর আগে টপাটপ খান কয়েক খেয়ে নেওয়াতেই মজা ছিল আমদের । এখন শুটিংয়ে কাটে সব পার্বণই । পিঠে, পায়েস আমি বানাতে পারি না ৷ মা বানায় । মাকেই বলি করতে । আর আমি খাই । ধারাবাহিকে ছেলেদের পিঠে বানাতে দেখবেন দর্শক । বাস্তবেও যদি এমন হত কী মজাই না হত ।’’

আরও পড়ুন:Ekla Ghar Trailer Releases : টলিউডের নতুন জুটি ঋষভ-ঐশ্বর্য, প্রকাশ্যে 'একলা ঘর'-র ফার্স্ট লুক

ABOUT THE AUTHOR

...view details