কলকাতা, 9 ডিসেম্বর : ফের লিড রোলে ফিরছেন অভিনেত্রী পায়েল দে (Payel De news)। সঙ্গে থাকছেন ঋষি কৌশিক । 'কোরা পাখি' শেষ হওয়ার পর ব্রেক নিয়েছিলেন ঋষি কৌশিক ।
অবশেষে জল্পনার অবসান ৷ আসন্ন ধারাবাহিকে সত্যিই লিড রোলে ফিরছেন পায়েল দে । দিনকয়েক আগে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনও কিছু নিশ্চিত হয়নি । কনফার্ম হলেই জানাবেন । দিনকয়েক কাটতে না কাটতেই অভিনেত্রী জানিয়ে দিলেন, নতুন ধারাবাহিকে লিড রোলে ফিরছেন তিনি ৷
জানা গিয়েছে, ঋষি কৌশিকের সঙ্গে জুটি বেঁধে ভিন্ন ধারার একটি ধারাবাহিকে ফিরছেন পায়েল । লীনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'অরগ্যানিক স্টুডিয়ো'র (Organic studio) ব্যানারে খুব শিগগিরই শুরু হতে চলেছে এই ধারাবাহিক । পায়েল (Payel De in Bengali serial) ও ঋষি কৌশিক ছাড়াও ধারাবাহিকে দেখা যাবে একাধিক খ্যাতনামা অভিনেতাদের ।
আরও পড়ুন:VicKat honeymoon: মধুচন্দ্রিমায় নয়, বিয়ের পরই শুটিং-এ ফিরছেন ভিকি-ক্যাটরিনা
নতুন এই ধারাবাহিক ও চরিত্রের বিষয়ে বলতে গিয়ে পায়েল জানালেন, "এই ধারাবাহিক আর পাঁচটা শাশুড়ি বউমার গল্প কেন্দ্রিক ধারাবাহিকের থেকে বেশ অনেকটা আলাদা । এই ধারাবাহিকে যে চরিত্রে আমি অভিনয় করছি, সে খুবই স্বাধীনচেতা এক চরিত্র । প্রায় আড়াই বছর পর কেন্দ্রীয় চরিত্রে পর্দায় ফিরছি, আমি খুবই এক্সাইটেড ধারাবাহিক নিয়ে । আশা করি এই চরিত্রে দর্শকের ভালোবাসা পাব । এর চেয়ে বেশি এই মুহূর্তে বলা সম্ভব না । কদিন অপেক্ষা করলেই পুরোটা জানা যাবে । ধারাবাহিকের নামেও আছে চমক ।"
আরও পড়ুন:Bangla Serial : মানবিকতা কি পালটে দেবে অপুর স্বপ্নের রং ?
প্রসঙ্গত, লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র হলেন অর্ক । তাঁরই প্রযোজনা সংস্থা 'অরগ্যানিক স্টুডিয়ো'। লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) অভিভাবকত্বে এগিয়ে চলেছে অর্ক-দেবলীনার 'অরগ্যানিক স্টুডিয়ো'। বেশ কয়েকটি ধারাবাহিক চলছে এই প্রযোজনা সংস্থার অধীনে।
আরও পড়ুন:Mithai Bengali Serial : মিঠাইয়ের মৌনব্রত ভাঙাতে মরিয়া তোর্সা, জমে উঠেছে ‘মিঠাই’