পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আসছে নতুন ধারাবাহিক 'কোড়া পাখি' - serial kora pakhi

13 জানুয়ারি থেকে শুরু হবে ধারাবাহিকটি । মুখ্য চরিত্রে অভিনয় করবেন পার্নো মিত্র ও ঋষি কৌশিক ।

dfg
dfg

By

Published : Jan 10, 2020, 1:38 PM IST

কলকাতা : রবি ওঝার ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন পার্নো মিত্র । চারটি ধারাবাহিকে অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । প্রায় 10 বছর পর ফের ধারাবাহিকে ফিরছেন তিনি । লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জির লেখা নতুন ধারাবাহিক 'কোড়া পাখি'-তে দেখা যাবে তাঁকে । তাঁর বিপরীতে এই ধারাবাহিকে দেখা যাবে ঋষি কৌশিককে ।

ধারাবাহিকে কামব্যাক সম্পর্কে পার্নো মিত্র বলেন,"আমার 10-12 বছরের এই জার্নিটা ভীষণ ভালো গেল । মেগা সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজ় মিলিয়ে নানা ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি ।"

দেখুন ভিডিয়ো

নিজের চরিত্রে সম্পর্কে তিনি বলেন, "এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম আমন । যে পুরুলিয়ার একটি গ্রাম থেকে পড়াশোনা করেছে এবং সে কলকাতায় গিয়ে সাংবাদিক হতে চায় । একটাই কারণে তিনি সাংবাদিকতা করতে চান । তা হল সমাজে মেয়েদের বিরুদ্ধে যে অত্যাচার করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ।"

ধারাবাহিকে নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেতা ঋষি কৌশিক বলেন,"অঙ্কুর এমন একটা চরিত্র যে ঘুরতে ভালোবাসে । আর সে নেশাকে পেশা বানাবার জন্য একটা ট্রাভেল এজেন্সি খুলেছে । কিছু লোককে ঘুরতে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে আমনের দেখা হয় । এইভাবেই এগিয়ে যাবে গল্প ।"

13 জানুয়ারি থেকে একটি জনপ্রিয় চ্যানেলে সম্প্রচারিত হতে চলেছে ধারাবাহিকটি ।

ABOUT THE AUTHOR

...view details