কলকাতা, 30 জানুয়ারি: বামদেবের মহিমাকে কেন্দ্র করে বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক (Bengali Serial) 'মহাপীঠ তারাপীঠ' (Mahapith Tarapith)। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্পের ঠিকানা মেলে এই ধারাবাহিকে । উঠে আসে তারা মায়ের নির্দেশে বামদেবের মহিমা । চলতি সপ্তাহের গল্পে দেখানো হবে রামপ্রসাদ সেনের বংশধরের পরিবার । রামপ্রসাদ সেনের বংশধর রাখালচন্দ্র সেনের স্ত্রী সত্যময়ী তারা মায়ের স্বপ্নাদেশ পায় যে তারাপীঠে গেলে তাদের জীবনে সুখ-সমৃদ্ধি আসবে ৷ সেই স্বপ্নাদেশ পেয়ে তাঁরা হাজির হয় তারাপীঠে মায়ের মন্দিরে ৷ দেখা পায় বামদেবের । তারপর তাদের ভাগ্য কোন দিকে এগিয়ে চলে সেটাই দেখানো হবে ধারাবাহিকে ।
রামপ্রসাদ সেনের বংশধর রাখালচন্দ্র সেনের চরিত্রে মৈনাক ঢোল (Mainak Dhol in Mahapith Tarapith)। আর তাঁর স্ত্রী সত্যময়ীর চরিত্রে 'তিতলি' ধারাবাহিকের তিতলি অর্থাৎ মধুপ্রিয়া চৌধুরী (Madhupriya Chowdhury in Mahapith Tarapith)। মধুপ্রিয়া 'তিতলি' শেষ হওয়ার পর অভিনয় করেছেন 'গ্রামের রানি বীণাপানি' ধারাবাহিকে । ও দিকে মৈনাক 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এ লিড রোলে অভিনয় করার পর 'ওগো নিরুপমা' এবং 'রিমলি'-তে অভিনয় করেছেন পার্শ্বচরিত্রে । এবার ফের অল্পদিনের জন্য হলেও মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করছেন মৈনাক ।
আরও পড়ুন:Mishmee Das leaving Kolkata: সপরিবারে কলকাতা ছাড়ছেন মিশমি, বিদায়ের আগে আইবুড়ো ভাত দিল ঊর্মিরা ?