পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Mainak Dhol in Mahapith Tarapith: রামপ্রসাদ সেনের বংশধরের চরিত্রে মৈনাক, জুটি বাঁধলেন মধুপ্রিয়ার সঙ্গে - বাংলা ধারাবাহিক

'মহাপীঠ তারাপীঠ' (Mahapith Tarapith)-এ রামপ্রসাদ সেনের বংশধরের চরিত্রে অভিনয় করছেন মৈনাক ঢোল (Mainak Dhol in Mahapith Tarapith)৷ তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মধুপ্রিয়া চৌধুরী (Madhupriya Chowdhury in Mahapith Tarapith)।

Mainak Dhol to act opposite of Madhupriya Chowdhury in Mahapith Tarapith
রামপ্রসাস সেনের বংশধরের চরিত্রে মৈনাক, জুটি বাঁধলেন মধুপ্রিয়ার সঙ্গে

By

Published : Jan 30, 2022, 4:15 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: বামদেবের মহিমাকে কেন্দ্র করে বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক (Bengali Serial) 'মহাপীঠ তারাপীঠ' (Mahapith Tarapith)। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্পের ঠিকানা মেলে এই ধারাবাহিকে । উঠে আসে তারা মায়ের নির্দেশে বামদেবের মহিমা । চলতি সপ্তাহের গল্পে দেখানো হবে রামপ্রসাদ সেনের বংশধরের পরিবার । রামপ্রসাদ সেনের বংশধর রাখালচন্দ্র সেনের স্ত্রী সত্যময়ী তারা মায়ের স্বপ্নাদেশ পায় যে তারাপীঠে গেলে তাদের জীবনে সুখ-সমৃদ্ধি আসবে ৷ সেই স্বপ্নাদেশ পেয়ে তাঁরা হাজির হয় তারাপীঠে মায়ের মন্দিরে ৷ দেখা পায় বামদেবের । তারপর তাদের ভাগ্য কোন দিকে এগিয়ে চলে সেটাই দেখানো হবে ধারাবাহিকে ।

রামপ্রসাদ সেনের বংশধর রাখালচন্দ্র সেনের চরিত্রে মৈনাক ঢোল (Mainak Dhol in Mahapith Tarapith)। আর তাঁর স্ত্রী সত্যময়ীর চরিত্রে 'তিতলি' ধারাবাহিকের তিতলি অর্থাৎ মধুপ্রিয়া চৌধুরী (Madhupriya Chowdhury in Mahapith Tarapith)। মধুপ্রিয়া 'তিতলি' শেষ হওয়ার পর অভিনয় করেছেন 'গ্রামের রানি বীণাপানি' ধারাবাহিকে । ও দিকে মৈনাক 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এ লিড রোলে অভিনয় করার পর 'ওগো নিরুপমা' এবং 'রিমলি'-তে অভিনয় করেছেন পার্শ্বচরিত্রে । এবার ফের অল্পদিনের জন্য হলেও মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করছেন মৈনাক ।

আরও পড়ুন:Mishmee Das leaving Kolkata: সপরিবারে কলকাতা ছাড়ছেন মিশমি, বিদায়ের আগে আইবুড়ো ভাত দিল ঊর্মিরা ?

মৈনাক ইটিভি ভারতকে বলেন, "অল্প দিনের জন্য হলেও এটা লিড বলে আমি করলাম । তার থেকেও বড় কথা এমন একটা ক্যামিও রোল আমি আগে কখনও করিনি । একজন অভিনেতার সব ধরনের চরিত্রই শিখে রাখা দরকার বলে মনে করি আমি । এটা বেশ অন্যরকম । সুরিন্দর ফিল্মস থেকে অফারটা আসে । খুশি হই । আমি লিড রোলে অভিনয় করার প্রস্তুতি নিচ্ছি । কথা চলছে । ফাইনাল হয়নি কিছু এখনও ৷ দেখা যাক কী হয় ।"

বাংলা ধারাবাহিকে অভিনয় করা ছাড়াও নিজের হাতে ভরা লকডাউনের সময় শর্ট ফিল্ম বানিয়েছেন মৈনাক । পাশাপাশি বেশ কয়েকটি মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন এই অভিনেতা । এরপর কোন ধারাবাহিকে কেমন চরিত্রে অভিনেতার প্রত্যাবর্তন ঘটে সেটাই দেখার জন্য অধীর আগ্রহে থাকবে তাঁর ভক্তকুল । বলাবাহুল্য, মৈনাকের ফ্যান ফলোয়ার নেহাত কম নয় সোশ্যালে ।

আরও পড়ুন:Save the Mothers: সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প শোনাবে 'সেভ দ্য মাদার্স'

ABOUT THE AUTHOR

...view details