কলকাতা, 22 মার্চ:প্রথম পর্বেই চমক দিল 'গোধুলি আলাপ' । দেখা হল নব যৌবনা নোলকের সঙ্গে মধ্যবয়সি আইনজীবী অরিন্দম রায়ের । মৌরীগ্রামের কৃষকদের জমি অধিগ্রহণের কাহিনি সম্বল করে শুরু হল এই ধারাবাহিকের কাহিনি । কৃষকদের সঠিক বিচার পাইয়ে দিতে লড়ছেন অরিন্দম রায় । এই কারণে তিনি বিয়েও করতে চান না । দিনরাত এই মামলা নিয়েই পড়ে আছেন প্রায় 20টি বছর। মামলার জন্য সাক্ষী জোগাড় করতে তিনি হাজির হন মৌরীগ্রামে । সেখানে গিয়েই নোলক বহুরূপীর মুখোমুখি হন তিনি । নোলক নাচ দেখিয়ে টাকা চায় । অরিন্দম তাকে কড়কড়ে 500 টাকার নোট দেন । খুশি হয় নোলক । অরিন্দমকে ধূমপান করা নিয়েও লেগপুল করে নোলক । শুধু কি তাই? অরিন্দমকে 'কাকু' বলে সম্বোধন করে বসে নোলক ।
বাকিটা জানা যাবে আগামি পর্বে । তবে, এর আগে গল্পের নায়ককে 'কাকু' বলে সম্বোধন করতে শোনা যায়নি কোনও নায়িকাকে । এটাই আসলে এই ধারাবাহিকের চমক । এক মধ্যবয়সি পুরুষের সঙ্গে এক তরুণীর ভালোবাসা এই গল্পের মূল উপজীব্য (Godhuli Alap Will Portray The Story of Unequal love)। প্রোমো জানান দিয়েছে কোন পরিস্থিতিতে নোলককে বিয়ে করতে হয় অরিন্দমকে ।
ধারবাহিকটির প্রযোজনায় রয়েছেন রাজ চক্রবর্তী । এর আগে আইনজীবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল বাবুল সুপ্রিয়র । পরে সময়ের কথা ভেবে তিনি সরে দাঁড়ান । গুঞ্জন ওঠে নোলকের চরিত্রে নাকি অভিনয় করবেন দেবচন্দ্রিমা সিংহ রায় । তিনি অবশ্য জানিয়েছিলেন এই ব্যাপারে তাঁর কাছে কোনও খবর নেই । তবুও কেন লেখালিখি হচ্ছে তা নিয়ে বিরক্তিও প্রকাশ করেন তিনি।