দেখতে দেখতে ১৫০ পর্বে পৌঁছল ধারাবাহিক 'জাহানারা'। সমাজের কিছু চলে আসা প্রথার বিরুদ্ধে ধারাবাহিকটি শুরু হয়েছিল। একে একে সমাজের পাশাপাশি পরিবারের সঙ্গেও লড়াই শুরু হয় জাহানারা। এখন পরিস্থিতি এমন যে জাহানারাকে তার শ্বশুর আবদুল খান বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আর সেই পরিস্থিতির সঙ্গেই নতুন করে লড়াই করছে জাহানারা।
এর আগে দর্শক দেখেছিল যে পরিবারের অজান্তেই রুহান ও জাহানারা ভ্য়ালেনটাইনস ডে পালন করে। কিন্তু, ভালো সময় বেশিদিন থাকে না। হঠাৎই মারা যায় জাহানারার আব্বু। দোষ এসে পড়ে রুহানের উপর। কিন্তু, সেই সব বিপদ কাটিয়ে ফের সবকিছু ঠিক হতে শুরু করে। এমনকী আশরাফের মধ্যেও পরিবর্তন আসতে দেখা যায়। কিন্তু, আশরাফ কি ভালো মানুষ হয়ে উঠতে পারবে ? নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে। সবটাই জানা যাবে আগামী পর্বগুলিতে।