পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইউরোপ থেকে ফিরলেন সন্দীপ্তা, অভিজ্ঞতা শেয়ার করলেন ETV ভারতের সঙ্গে - undefined

টেলিভিশনের পরিচিত মুখ সন্দীপ্তা সেন। তবে সম্প্রতি ডেবিউ করেছেন ওয়েব সিরিজ়েও। ভীষণভাবে সফল সেখানেও। এই সাফল্য তো সেলিব্রেট করতেই হয়। তাই কাজের ফাঁকে ঘুরে এলেন ইউরোপে। তবে একা নয়...

সন্দীপ্তা সেন

By

Published : May 16, 2019, 4:23 PM IST

কলকাতা : সন্দীপ্তার বন্ধুরাই তাঁর বেড়ানোর সঙ্গী। গত পরশু টুর থেকে ফিরেছেন সবাই। টুরের ছবি এবং অভিজ্ঞতার কথা সন্দীপ্তা একান্তভাবে শেয়ার করলেন ETV ভারতের সঙ্গে।

ভিড়ের মধ্যেও একা নির্জনে
সন্দীপ্তার ইউরোপ ট্রিপ বেশ লম্বাই ছিল। তিনি জানালেন, "খুব ভালো ট্রিপ হল। ইউরোপের অনেক জায়গাতে গিয়েছি। জুরিখ গেছি, লুজার্ন, ইন্টারলাকেন, জেনেভা, ফ্রান্স। ২ তারিখ কলকাতা থেকে রওনা দিই। ফিরে আসি ১৪ তারিখ। অনেক শপিং করেছি, দারুণ ঘুরেছি, খুব এনজয় করেছি।"
ইউরোপের রাস্তায় সন্দীপ্তা

প্রথম ওয়েব সিরিজ় 'আস্তে লেডিজ়' ভীষণ সফল। একদম নিউ এজের তিন নারীকে নিয়ে টানটান ওয়েব সিরিজ়। তিন জনের একজন সন্দীপ্তা, অন্য দু'জন সায়নী ঘোষ আর মধুরিমা ঘোষ। 'যে রাঁধে সে ডাকাতিও করে' এরকম একটা থিম নিয়ে এই ওয়েব সিরিজ় মুক্তি পেয়েছিল ৯টি এপিসোডে।

ABOUT THE AUTHOR

...view details