কলকাতা : সন্দীপ্তার বন্ধুরাই তাঁর বেড়ানোর সঙ্গী। গত পরশু টুর থেকে ফিরেছেন সবাই। টুরের ছবি এবং অভিজ্ঞতার কথা সন্দীপ্তা একান্তভাবে শেয়ার করলেন ETV ভারতের সঙ্গে।
ইউরোপ থেকে ফিরলেন সন্দীপ্তা, অভিজ্ঞতা শেয়ার করলেন ETV ভারতের সঙ্গে - undefined
টেলিভিশনের পরিচিত মুখ সন্দীপ্তা সেন। তবে সম্প্রতি ডেবিউ করেছেন ওয়েব সিরিজ়েও। ভীষণভাবে সফল সেখানেও। এই সাফল্য তো সেলিব্রেট করতেই হয়। তাই কাজের ফাঁকে ঘুরে এলেন ইউরোপে। তবে একা নয়...
সন্দীপ্তা সেন
প্রথম ওয়েব সিরিজ় 'আস্তে লেডিজ়' ভীষণ সফল। একদম নিউ এজের তিন নারীকে নিয়ে টানটান ওয়েব সিরিজ়। তিন জনের একজন সন্দীপ্তা, অন্য দু'জন সায়নী ঘোষ আর মধুরিমা ঘোষ। 'যে রাঁধে সে ডাকাতিও করে' এরকম একটা থিম নিয়ে এই ওয়েব সিরিজ় মুক্তি পেয়েছিল ৯টি এপিসোডে।
TAGGED:
সন্দীপ্তা সেন