কলকাতা : কলকাতা প্রিয় শহর ছিল গিরীশ কারনাডের। এখানে এলে মাঝে মাঝেই দেখা হয়েছে নাট্যকার প্রবীর গুহর সঙ্গে। গিরীশ কারনাডের মৃত্যুর পর তাঁকে নিয়ে স্মৃতিচারণা করলেন তিনি।
গিরীশদা রবীন্দ্রনাথকে দ্বিতীয় শ্রেণীর নাট্যকার বলতেন : প্রবীর গুহ
নিজে একজন বিখ্যাত নাট্যকার ছিলেন গিরীশ কারনাড। তাঁর নাটকে উঠে এসেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা। রবীন্দ্রনাথকে তিনি "দ্বিতীয় শ্রেণীর নাট্যকার" মনে করতেন।
গিরীশ কারনাড
বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে অযোধ্যা গেছিলেন গিরীশ কারনাড। সেই সব স্মৃতি আজ যেন টাটকা হয়ে উঠল প্রবীর গুহর কাছে। সকালে নেটে খবরটা পাওয়ার পর থেকেই মন খারাপ প্রবীর গুহর। স্পষ্টবক্তা মানুষটির অভাববোধ করছেন তিনি।
ETV ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অনেক কথা উগড়ে দিলেন অভিনেতা। দেখে নিন ভিডিয়োয়...