আইফেল টাওয়ারের সামনে সূর্যের আলোয় নিজের এনার্জিকে পূর্ণ করে নিচ্ছেন হিনা। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, "আমি আছি...নিজের এনার্জিকে পূর্ণ করে নিচ্ছি...শুরু হওয়ার আগে" শুরু হওয়া বলতে হিনা এই ফেস্টিভাল শুরু হওয়ার কথাই বলেছেন বোঝা যাচ্ছে। Cannes-এ অংশগ্রহণ করাটা হিনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা।
Cannes-এ বক্তব্য রাখার আগে ছুটির মেজাজে হিনা খান
টেলিভিশন অভিনেত্রী হিনা খান এখন একেবারে খবরের শিরোনামে। শুধু Cannes-এর রেড কার্পেটে হাঁটাই নয়, সেখানে তাঁর বক্তব্য রাখার খবরও সাড়া ফেলেছে মিডিয়ায়। কীভাবে নিজেকে প্রস্তুত করছেন হিনা? ১৪ মে থেকে ফেস্টিভাল শুরু হওয়ার আগে প্যারিসে একেবারে ছুটির মেজাজে সময় কাটাচ্ছেন হিনা।
হিনা খান
তবে হিনা প্যারিসে একা নন, সঙ্গে রয়েছে তাঁর বিশেষ বন্ধু রকি জয়সয়াল। দেখে নিন সেই ছবি।