পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চরিত্রহীনের সাফল্যের পরও মন খারাপ নয়নার, কিন্তু কেন... - বলিউড

আমার কাছে সব ধরনের স্ক্রিপ্টই আসে ৷ তবে বোল্ড সাহসী দৃশ্য আমি সেই সব ছবিগুলোতেই করি যদি চিত্রনাট্যে তার প্রয়োজন থাকে ৷ চরিত্রহীনের চিত্রনাট্যের প্রয়োজনেই আমায় সাহসী দৃশ্যে দেখতে পেয়েছেন দর্শক ।

নয়না গঙ্গোপাধ্যায়
নয়না গঙ্গোপাধ্যায়

By

Published : May 18, 2021, 8:10 PM IST

Updated : May 20, 2021, 9:04 AM IST

কলকাতার মেয়ে তিনি ৷ ওয়েব সিরিজে তুমুল জনপ্রিয়তা ৷ ওয়েব সিরিজ 'চরিত্রহীন'এ কিরণময়ীর চরিত্রে ঝড় তুলেছেন দর্শকদের মনে । তিনি অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় ৷ ওয়েব সিরিজে জনপ্রিয়তা পাওয়ার পর ভেবে ছিলেন আগামীতে অনেকটাই সহজ হবে পথ চলা ৷ কিন্তু, কোথায় যেন পথটা বড্ড কঠিন মনে হচ্ছে ৷ খানিকটা আক্ষেপ নিয়েই জানালেন নয়না ।

কলকাতার পরিচালকদের সঙ্গে কাজ করা না হলেও নয়না পাড়ি দিয়েছেন মুম্বইতে । পরিচালক রামগোপাল ভার্মার সঙ্গে নতুন ছবি 'ডেঞ্জারাস',যার ট্রেলার ইতিমধ্যেই সামনে এসেছে । ট্রেলার মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়তে হয় রামগোপাল ভার্মাকে। তবে পরিচালক রামগোপাল ভার্মার সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ নয়, আগেও কাজ করেছেন নয়না । রামগোপাল ভার্মার পরবর্তী তিনটি ছবিতে নায়িকার ভূমিকায় থাকছেন কলকাতার মেয়ে নয়না গঙ্গোপাধ্যায় । ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কী বললেন নয়না ?

প্রশ্ন : কলকাতা থেকে মুম্বই যাওয়া সেখান থেকে রামগোপাল ভার্মার সঙ্গে কাজের শুরুটা কীভাবে ?

নয়না :প্রত্যেকের স্ট্রাগেল থাকে আমাকেও স্ট্রাগল করতে হয়েছে । 200 জনের মধ্যে থেকে অডিশনের মাধ্যমে আমাকে বাছাই করেন আর.এম.জি ।

প্রশ্ন :পরিচালক হিসেবে রামগোপাল ভার্মা কতটা শক্ত?

নয়না :যাঁরা ওঁর সঙ্গে কাজ করেছেন তাঁরা সকলেই জানেন উনি ফ্লোরে এক রকম মানুষ, কাজটা শেষ হওয়ার পর অন্যরকম । আসলে প্রত্যেকটা শর্ট ওঁর মাথায় থাকে । ওঁর শুটিং করার ধরণটাও আলাদা ৷ একসঙ্গে তিন চারটে ক্যামেরায় শুট করেন । বেশি টেক নেওয়া পছন্দ নয় ।

প্রশ্ন : কলকাতায় কবে দেখা যাবে তোমাকে?

নয়না : আমি তো কলকাতার মেয়ে, তবে এখন কোভিড পরিস্থিতি কোন দিকে যাবে বুঝতে পারছি না । চরিত্রহীন আমার জীবনের একটি অন্যতম ভাল কাজ । ভাল কাজ এবং স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই করব । কলকাতায় তো কাজ করতে চাই ৷

প্রশ্ন : কলকাতায় কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চাও ?

নয়না : আমি একজনের নাম তো নিতে পারব না, কারণ দেবালয় দে আমাকে লঞ্চ করেছেন , চরিত্রহীনের যিনি পরিচালক । সৃজিত মুখোপাধ্যায়ও খুব ভাল ।

প্রশ্ন : নয়না কি এখন পুরোপুরি মুম্বই নিবাসী?

নয়না : না আসলে বেশিরভাগ কাজটাই আমার মুম্বই ও হায়দরাবাদে । তবে কলকাতায় বাবা-মা থাকেন, ওঁদের সঙ্গে দেখা খুব কমই হয় ৷ আপাতত মুম্বইতেই আছি ।

প্রশ্ন :মুম্বই-হায়দরাবাদ-কলকাতা, কাজ তো তিন জায়গাতেই করছ ৷ পাকাপাকিভাবে থাকার ইচ্ছে কোথায়?

নয়না :এইটা আমি বলতে পারব না ৷ তিনটে জায়গায় তিন রকম ৷ মানুষজনও বিভিন্ন ধরনের । তবে গত পাঁচ বছর ধরে মুম্বইতেই রয়েছি আমি ।

প্রশ্ন : নয়না গঙ্গোপাধ্যায় মানেই বোল্ড সাহসী দৃশ্যে সাবলীল ৷ টাইপকাস্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাও?

নয়না : না টাইপকাস্ট হব না হয়তো ৷ আমার কাছে সব ধরনের স্ক্রিপ্টই আসে ৷ তবে বোল্ড সাহসী দৃশ্য আমি সেই সব ছবিগুলোতেই করি যদি চিত্রনাট্যে তার প্রয়োজন থাকে ৷ চরিত্রহীনের চিত্রনাট্যের প্রয়োজনেই আমায় সাহসী দৃশ্যে দেখতে পেয়েছেন দর্শক । তবে আমি যেভাবে প্রেজেন্ট করি সেটা দর্শকরা পছন্দ করেন । তাই চরিত্রহীন হোক কিংবা বিউটিফুল কিংবা ডেঞ্জারাস এসব কটা ছবিতেই কিন্তু গল্প আছে ।

প্রশ্ন :'ডেঞ্জারাস'-য়ে আমরা তোমাকে কীভাবে দেখব?

নয়না : আমায় এখানে একজন লেসবিয়ানের চরিত্রে একটু টম বয় ধরনের লুকে দেখা যাবে । তবে লেসবিয়ান চরিত্র করছি মানে তো আমি লেসবিয়ান নই ৷ দিনের শেষে আমি একজন আর্টিস্ট । তবে দর্শকরা শুধু বোল্ড সিনগুলোই মনে রাখে । আমি তো প্রথম না, আয়ুষ্মান খুরানা, রাধিকা আপ্তে সবাই সমকামী চরিত্রে অভিনয় করেছেন ।

প্রশ্ন : চরিত্রহীনের সাফল্যের পর কোনও বাংলা ছবির অফার পেলে?

নয়না : সত্যি কথা বলতে কোনও পরিচালকই আমাকে ফোন করেননি । বেশ কয়েকটি ওয়েব সিরিজের অফার পেয়েছিলাম । সমস্যা হচ্ছে কলকাতায় একটা লুক মানুষের পছন্দ হয়ে গেলে সেটা নিয়েই থাকতে চায় । এক্সপেরিমেন্ট করতে চান না এখানকার লোকেরা ‌‌।

প্রশ্ন : কিরণময়ী করার পর ফলোয়ার কত বাড়ল?

নয়না : (ফোনের ওপারে হাসি) 'চরিএহীন' আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে । বিভিন্ন সময় মেসেজে ৷ কিরণময়ী বলেই লোকজন সম্মোধন করে । সে তো একটা প্রাপ্তি যে মানুষ আমাকে এতটা ভালবাসে । দর্শকদের এত ভালবাসা আমি 'চরিত্রহীন' এর জন্যই পেয়েছি ।

প্রশ্ন :নয়না কি প্রেম করছে, নাকি সিঙ্গেল ?

নয়না :আমি সিঙ্গেল ৷ আসলে যে স্বাধীনতার সঙ্গে জীবনটাকে উপভোগ করছি সম্পর্কে থাকলে হয়তো সেটা হবে না । ছোট জামা কাপড় পড়া, পর্দায় চুমু খাওয়া সবকিছুতেই যদি আপত্তি শুরু করে তখন ? তার থেকেও বড় কথা আমি ক্যারিয়ারের ফোকাশ করতে চাইছি এই মুহূর্তে ।

প্রশ্ন : কোথায় নয়নার দর্শক বেশি, মুম্বই না কলকাতা?

নয়না : দর্শক আমার বেশি কলকাতাতেই । দর্শকরা বলেন যে কলকাতায় ফিরে এস, তোমার আরও কাজ দেখতে চাই।

প্রশ্ন :তাহলে কলকাতায় ফিরছ না কেন? কেন কাজ পাচ্ছ না কলকাতায়?

নয়না :আমি জানি না ৷ ঠিক বলতে পারব না ৷ মনে হয় কলকাতার পলিটিক্সটা একটু বেশি।

Last Updated : May 20, 2021, 9:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details