পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Biplab Chatterjee in Mahapeeth Tarapeeth: মহাপীঠ তারাপীঠে বিষ্ণুদাসের চরিত্রে বিপ্লব চট্টোপাধ্যায় - বাংলা ধারাবাহিক

'দেবী চৌধুরানী'র পর আবারও ছোটপর্দায় (Bengali TV Serial) হাজির বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee in TV)। 'মহাপীঠ তারাপীঠ' (Mahapeeth Tarapeeth)- ধারাবাহিকে তাঁর (Biplab Chatterjee in Mahapeeth Tarapeeth) চরিত্র কীর্তনিয়া বিষ্ণু দাসের (Vishnu Das)।

Biplab Chatterjee playing Vishnu Das character in Mahapeeth Tarapeeth
মহাপীঠ তারাপীঠে বিষ্ণুদাসের চরিত্রে বিপ্লব চট্টোপাধ্যায়

By

Published : Dec 6, 2021, 3:52 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর:'দেবী চৌধুরানী'র পর ফের ছোটপর্দায় (Bengali TV Serial) টলিউডের একচেটিয়া ভিলেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee in TV)। 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে কীর্তনিয়া বিষ্ণু দাসের (Vishnu Das) চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে ।

বাংলা ছবির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁর নাম । নয়ের দশকের বাঙালি দর্শক নেগেটিভ রোলেই বেশি পেয়েছে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে (Biplab Chatterjee in Mahapeeth Tarapeeth)। নায়কের দিকে গুলি ছোড়া হোক বা নায়িকাকে জ্বালাতন কিংবা কিডন্যাপ - সবেতেই আছেন তিনি । বাংলা ফিল্মে ভিলেন নিয়ে প্রসঙ্গ উঠলেই তাঁর মুখ ভেসে ওঠে সবার আগে ।

সেই 1971 থেকে সত্যজিৎ রায়ের 'প্রতিদ্বন্দ্বী' ছবির হাত ধরে শুরু তাঁর অভিনয় জীবন । 'ফটিক চাঁদ', 'সূর্য সখী', 'বাঞ্ছারামের বাগান', 'একদিন প্রতিদিন', 'সবুজ দ্বীপের রাজা', 'জয় বাবা ফেলুনাথ', 'চারমূর্তি', 'দিন আমাদের', 'খুঁজে বেড়াই', 'শত্রু', উল্লাস', 'শ্রীমতী সেন', 'কিশোর কন্যা', 'একান্ত আপন', 'রয়্যাল বেঙ্গল রহস্য' (অতিথি শিল্পী), 'কৈলাশে কেলেঙ্কারি'-সহ অগণিত ছবি রয়েছে তাঁর ফিল্মি কেরিয়ারে । বড়পর্দায় ইদানিংকালে তাঁকে দেখা না গেলেও ইন্ডাস্ট্রি তাঁকে আজও সম্মান করে এবং মনে রাখে ।

আরও পড়ুন:Amrapali shooting: বোলপুরে শুটিং চলছে রাজা চন্দর আম্রপালির

অভিনেতা পরিচালনাও করেছেন বেশ কয়েকটি ছবি । নিজের পরিচালনায় ‘অভিমুন্য’, ‘বিদ্রোহিনী’, ‘চোর ও ভগবান’ নামে তিনটি ছবি বানিয়েছেন । লেজেন্ডারি নাটক ‘শকুনির পাশা’ লিখেছেন তিনি । আর এ বার আরও একবার এই বর্ষীয়ান অভিনেতাকে দেখা যাচ্ছে বাংলা ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'-এ । এর আগে 'দেবী চৌধুরানী' ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে ।

মহাপীঠ তারাপীঠে বিষ্ণুদাসের চরিত্রে বিপ্লব চট্টোপাধ্যায়

সংশ্লিষ্ট চ্যানেল সূত্রে জানা গিয়েছে, কীর্তনিয়া বিষ্ণু দাসের চরিত্রটি সম্প্রচারিত হবে বুধবার পর্যন্ত । এই সপ্তাহের শুরুর দিনেই তাঁর শুটিং শেষ হতে চলেছে । চরিত্রটি মনে ধরেছে বলেই বাংলা ধারাবাহিকে (Mahapeeth Tarapeeth) ফের কাজ করতে রাজি হয়েছেন তিনি, তা বলাই বাহুল্য । কেননা সাম্প্রতিককালের মেগা সিরিয়ালগুলির গল্প তাঁর পছন্দ হয় না বলে আগেই জানিয়েছিলেন এক সংবাদমাধ্যমকে ।

আরও পড়ুন:Vicky Katrina wedding: রাজকীয় এন্ট্রির পরিকল্পনা, কীভাবে ক্যাটকে বিয়ে করতে যাবেন ভিকি ?

ধারাবাহিকের গল্প বলে, কীর্তনিয়া বিষ্ণু দাস কোনও দলের সঙ্গে যুক্ত নেই । অনাথ নাতনিকে অনেক কষ্টে বড় করছে সে । এ বার তাকে বিয়ে দেওয়ার পালা । কিন্তু টাকা কোথায় ? ওদিকে বামার কানে বিষ্ণুর গান পৌঁছতেই চমকে ওঠে বামা । বামা কি পারবে বিষ্ণুকে সব সমস্যা থেকে মুক্ত করতে ? জানা যাবে আগামী পর্বগুলিতে । টিভির পর্দায় চোখ রাখুন সোম থেকে শুক্র, রাত 10টায় ।

আরও পড়ুন:Shadow bengali Movie : শুরু আতিউল ইসলামের সাসপেন্স থ্রিলার 'শ্যাডো'র শুটিং

ABOUT THE AUTHOR

...view details