কলকাতা: চলতি বছরে মহালয়ার দিন নতুন এই ফ্যাশন শো-টি শুরু হতে চলেছে। তার আগে এদিন সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হল যে, মহিলা,পুরুষদের পাশাপাশি ট্রান্সওম্যান বা সমাজের যে কোনও স্তরের মানুষই এই ফ্যাশন শো তে যোগদান করতে পারবেন।
কাজের মেয়ে হোক বা রূপান্তরিত মহিলা, সুন্দরী প্রতিযোগিতায় সবাই - বেঙ্গল ফ্যাশনিস্তা
বাড়ির কাজের মেয়ে হোক বা রূপান্তরিত মহিলা, যে কোনও মানুষেরই ইচ্ছা হতে পারে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। কিন্তু, সেই স্বপ্নপূরণ হওয়ার কোনও প্রত্যক্ষ প্ল্যাটফর্ম থাকে না। এই প্রথমবার সেই সুযোগ করে দিল 'বেঙ্গল ফ্য়াশনিস্তা ২০০৯'।
বেঙ্গল ফ্যাশনিস্তা
এদিনের এই অনুষ্ঠানে আয়োজকদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত মডেল মাধবীলতা মিত্র, 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকের নায়ক সঈদ আরফিন সহ আরও অনেকে। প্রত্য়েকেই মেনে নিলেন যে, এটা একটা অভিনব উদ্য়োগ। মুখে অনেক কথা বললেও কার্যক্ষেত্রে এই পদক্ষেপ সত্যিই তারিফযোগ্য।
অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেখুন ভিডিয়ো..