পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Exclusive: 'মুখোমুখি' নাট্যদলের জন্মদিনে মুখোমুখি সৌমিত্র-কন্যা পৌলমী - Poulami Basu

বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু, সেই আলোর আড়ালে হারিয়ে যাননি কন্যা পৌলমী বসু। নাটককে ভালোবেসে, নাটকের জন্য বেঁচে তিনি আজ শহরের অন্যতম নাট্যব্যক্তিত্ব। ETV ভারতকে নিজের মূল্যবান সময় দিলেন পৌলমী বসু।

পৌলমী বসু

By

Published : Jun 1, 2019, 12:58 AM IST

কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায় একদা যেই নাটকগুলির নির্দেশনার দায়িত্বে ছিলেন, এখন সেই নাটকগুলির নির্দেশনায় রয়েছেন তাঁর একমাত্র কন্যা পৌলোমী বসু। তবে আশ্চর্যের ব্যাপার হল সৌমিত্র চ্যাটার্জি কোনও রকমের কোনও উপদেশ দেন না মেয়েকে। কেন?

পৌলোমী বললেন, "বাপির কাছে অনেককিছু শিখেছি। অভিনয়টা আদ্যোপান্ত বাপির কাছ থেকেই শেখা। কিন্তু নাটক নির্দেশনার বিষয়ে বাপি কোনও উপদেশ দেননি আমাকে। বরং বলেছেন, তুমি নিজের মতো করো। সার্টিফিকেট দিয়েছেন নাটক মঞ্চস্থ হওয়ার পরে।"

১ জুন 'মুখোমুখি' নাট্যদলের ২৩তম জন্মদিন। সেই জন্য শুরু হতে চলেছে তাঁদের নাট্যোৎসব। চলবে ৫ জুন পর্যন্ত। সেই নিয়ে এখন ভীষণ ব্যস্ত পৌলমী। সঙ্গে আর একটা উত্তেজনাও রয়েছে। 'ফেরা'-র ৯২ তম শো হতে চলেছে এই উৎসবে। নিজের পরিচালিত এই নাটকটি একটু বেশিই স্পেশাল পৌলমীর কাছে।

সবকিছু নিয়েই মুখোমুখি আড্ডায় পৌলমী বসু। দেখুন ভিডিয়োতে...

ভিডিয়োয় দেখুন সাক্ষাৎকার

ABOUT THE AUTHOR

...view details