কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায় একদা যেই নাটকগুলির নির্দেশনার দায়িত্বে ছিলেন, এখন সেই নাটকগুলির নির্দেশনায় রয়েছেন তাঁর একমাত্র কন্যা পৌলোমী বসু। তবে আশ্চর্যের ব্যাপার হল সৌমিত্র চ্যাটার্জি কোনও রকমের কোনও উপদেশ দেন না মেয়েকে। কেন?
পৌলোমী বললেন, "বাপির কাছে অনেককিছু শিখেছি। অভিনয়টা আদ্যোপান্ত বাপির কাছ থেকেই শেখা। কিন্তু নাটক নির্দেশনার বিষয়ে বাপি কোনও উপদেশ দেননি আমাকে। বরং বলেছেন, তুমি নিজের মতো করো। সার্টিফিকেট দিয়েছেন নাটক মঞ্চস্থ হওয়ার পরে।"