মুম্বই : গত শনিবার থেকে শুরু হয়েছে রামানন্দ সাগর পরিচালিত 'রামায়ণ' । রামের চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়েছেন অরুণ গোভিল । পরিবারের সঙ্গে আরও একবার নিজের ক্যারিয়ারের সেই টার্নিং পয়েন্টটাকে প্রত্যক্ষ করলেন অরুণ ।
বৈঠকখানায় বসে পরিবারের সঙ্গে জমিয়ে 'রামায়ণ' দেখলেন অরুণ । একটি ফ্যানক্লাবের দৌলতে সেই ছবি এসে পড়ে সোশাল মিডিয়ায় । আর তারপর থেকে ছড়িয়ে পড়ে প্রায় সবার মুঠোফোনে । মন্তব্য আসে, 'রামায়ণ' দেখছেন স্বয়ং রাম ।
1987 সালে দূরদর্শনে সম্প্রচারিত হতে শুরু করে 'রামায়ণ' । অরুণের বিপরীতে এই ধারাবাহিকে সীতার ভূমিকায় ছিলেন দীপিকা চিকলিয়া এবং লক্ষ্মণের ভূমিকায় সুনীল লাহিড়ি । তাঁদের অভিনয়গুণে এবং অবশ্যই পরিচালকের দাপটে এক সময়ে বিনোদনের আর এক নাম হয়ে উঠেছিল রামায়ণ । সেটা উন্মাদনায় ভরা একটা সময় ছিল । প্রতিদিন সকালবেলা টেলিভিশন সেটের সামনে এসে জুটত পুরো পরিবার, শুধুমাত্র 'রামায়ণ'-এর টানে ।
লকডাউনের মধ্যে মানুষকে ঘরে বেঁধে রাখার জন্য ফের একবার 'রামায়ণ'-কে সামনে এনে হাজির করল কেন্দ্রীয় সরকার । এখনও ওই মানের জনপ্রিয়তা পায়নি কোনও ধারাবাহিক । তবে শুধু 'রামায়ণ' নয়, 'মহাভারত', 'ব্যোমকেশ বক্সী', 'শক্তিমান'-এর মতো ধারাবাহিকগুলোও ফিরেছে দর্শককে ফের একবার টেলিভিশনের সামনে মজিয়ে রাখতে ।
'ওল্ড ইজ় গোল্ড', প্রমাণিত হল ফের একবার ।