পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নারী স্বাধীনতার কথা বলে 'আ উয়োম্যান অ্যালোন' নাটকটি - a_woman_alone_play

এটিকে সম্পূর্ণরূপে ইন্টিমেট নাটক বলা যেতে পারে । যেখানে অভিনেতার সঙ্গে দর্শকের দূরত্ব কম । সংলাপের মধ্যে দিয়ে সূক্ষ্ম অনুভূতিগুলো যাতে দর্শকরা দেখতে পান সেই কারণেই নির্দেশক সৌরভ নাটকটি স্টেজে না করে তা নন প্রসেনিয়াম জায়গায় উপস্থাপনা করেন ।

gfh
g

By

Published : Feb 9, 2020, 7:44 PM IST

Updated : Feb 16, 2020, 12:51 PM IST

কলকাতা : কলেজের সাহিত্য পড়ার সময় 'আ উয়োম্যান অ্যালোন' নাটকটি পড়ে স্তব্ধ হয়ে গিয়েছিলেন সৌরভ আর নাথ । তখনই ওই নাটক নিয়ে কিছু করার কথা চিন্তা করেছিলেন তিনি । ভাবনা মতো গত ছয় মাস ধরে নাটকের প্রস্তুতি নেন সৌরভ ও একক নাটকের নায়িকা শ্রীতমা বসু । কলেজ স্ট্রিটের বিখ্যাত কফি হাউজ়ের উপর অবস্থিত বই-চিত্র গ্যালারিতে হয়ে গেল নন প্রসেনিয়াম নাটকটি ।

এটিকে সম্পূর্ণরূপে ইন্টিমেট নাটক বলা যেতে পারে । যেখানে অভিনেতার সঙ্গে দর্শকের দূরত্ব কম । সংলাপের মধ্যে দিয়ে সূক্ষ্ম অনুভূতিগুলো যাতে দর্শকরা দেখতে পান সেই কারণেই নির্দেশক সৌরভ নাটকটি স্টেজে না করে তা নন প্রসেনিয়াম জায়গায় উপস্থাপনা করেন ।

সম্পূর্ণ নাটকটি 20 পাতার । যা পুরোপুরি আয়ত্ত করেছেন অভিনেত্রী শ্রীতমা । ইংরেজিতে সংলাপ । টানা দু'ঘণ্টা ধরে অভিনয় করে গেছেন । এক নারীর বন্দী হয়ে থাকার কাহিনি ব্যক্ত করেছেন তিনি । এমন এক বন্দি নারী, যে প্রাণপণে নিজেকে সেই বন্দী অবস্থা থেকে মুক্ত করতে চায় । এই নাটক দর্শকের মনে কিছু প্রশ্ন তুলবে । বারবার মনে করিয়ে দেবে নারী স্বাধীনতার কথা । অভিনয় করতে করতে শেষের দিকে কেঁদে ফেলেছেন শ্রীতমা ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Feb 16, 2020, 12:51 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details