পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এক ধাক্কায় কয়েক বছর পেরিয়ে গেল 'কৃষ্ণকলি', গল্পে এল নতুন মোড়

এক ধাক্কায় আঠারো বছর পেরিয়ে গেল ধারাবাহিক 'কৃষ্ণকলি'-র গল্প । গল্পে পরিবর্তন এল একাধিক । এক ঝলকে দেখে নেওয়া যাক...

KRISHNAKOLI bengali serial twist in story
KRISHNAKOLI bengali serial twist in story

By

Published : Nov 8, 2020, 10:38 AM IST

কলকাতা : গল্পকে টানটান রাখতে মাঝেমধ্যেই পরিবর্তন আনতে হয় ধারাবাহিকের স্ক্রিপ্টে । প্রয়োজনে সময়কালকেও বদলে দিতে হয় এক লহমায় । ঠিক যেমন হল 'কৃষ্ণকলি'-র ক্ষেত্রে । এক ধাক্কায় আঠারোটা বছর পেরিয়ে গেল শ্যামা-নিখিলের জীবন ।

স্বাভাবিক ভাবেই এই কয়েক বছরের মধ্যে অনেক পরিবর্তন এল তাদের জীবনে । পরিবর্তন এল ধারাবাহিকের স্ক্রিপ্টেও । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলে গেল পারিপার্শ্বিক পরিস্থিতি, আশপাশের মানুষজন । এক ঝলকে তেমনই কয়েকটা বদল দেখে নেওয়া যাক...

  • শ্যামা এখন বেনারসে ভজন গেয়ে বেড়ায় । তবে একা নয়, সঙ্গে থাকে তার মেয়ে কৃষ্ণা ।
    .
  • নিখিল আজও মেনে নিতে পারেনি শ্যামার চলে যাওয়া । শ্যামা যে প্রেগনেন্ট ছিল সেটাও জানতে পারেনি নিখিল । সন্তানকে একবারও না দেখার যন্ত্রণা তাড়া করে বেড়ায় তাকে । এই সব ধাক্কায় অনেকটা পালটে গেছে সে ।
.
  • সেই হাসিখুশি নিখিল এখন মাদকাসক্ত । ব্যবসা ছাড়া সে কিছুই বোঝে না ।
  • এদিকে চৌধুরি বাড়িতে সুনয়না নামে এক মহিলার প্রভাব বেড়েছে অনেকটা । এক সাধারণ কর্মচারী হিসেবে ঢুকে সে এখন পরিবারের অনেক ব্যাপারেই নাক গলায় ।
    .
  • অন্যদিকে কৃষ্ণা জানে না তার বাবা কে । সে তার বাবাকে খুঁজে বেড়ায় । সে শ্যামাকে প্রশ্ন করতে থাকে যে তার বাবা কে । তবে কোনও জবাব পায় না ।
.
  • কৃষ্ণা স্বপ্ন দেখে যে, সে তার বাবা-মাকে এক করে দেবে । সে কি পারবে ? এই চ্যালেঞ্জ নিয়েই এবার এগোবে 'কৃষ্ণকলি'-র গল্প ।

ABOUT THE AUTHOR

...view details