পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কাল হচ্ছে না সাপ্লায়ারদের ধর্মঘট, কাটতে চলেছে সিরিয়াল জট?

পিছিয়ে গেল ধারাবাহিকে জিনিসপত্র সাপ্লাইকারীদের প্রস্তাবিত ধর্মঘট। সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নীল পাল এমনটাই জানালেন ETV ভারত সিতারাকে।

সিরিয়াল জট

By

Published : Jul 4, 2019, 11:32 PM IST

কলকাতা : বাংলা টেলিভিশনের শিল্পী ও টেকনিশিয়নদের সঙ্গে প্রপস সাপ্লায়ারদেরও প্রায় কুড়ি কোটি বকেয়া ছিল প্রযোজকদের কাছে। আর তাই ধর্মঘট ডেকেছিল সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে সেই ধর্মঘট পিছিয়ে গেল ২৪ ঘণ্টার জন্য।

নীল আমাদের জানান যে, "যে তিনটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা ছিল, তার মধ্যে একটি প্রথম সারির চ্যানেলের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, তারা আমাদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেবেন। কিন্তু বাকি দুটি চ্যানেলের পক্ষ থেকে এখনও আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি। এই বিষয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের জানিয়েছে কিছু আইনগত জটিলতার জন্য আজ তারা কোনও লিখিত আশ্বাসপত্র দিতে পারছে না। তবে আগামীকালের মধ্যেই তারা সেটা দিয়ে দেবেন।"

আরও পড়ুন : সিরিয়াল জট : বকেয়া কুড়ি কোটি টাকা, না পেলে কাজ বন্ধ বৃহস্পতিবার থেকে

তাই কাল অবধি অপেক্ষা করবে সাপ্লায়াররা। তবে যেই চ্যানেল থেকে তাদের টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সেই চ্যানেলে সাপ্লায়াররা জিনিসপত্র সাপ্লাই করবেন বলে জানালেন নীল। এখন শুধু সময়ের অপেক্ষা। কাল কি মিটবে সাপ্লায়ারদের প্রাপ্য টাকার সংকট? কারণ তার উপরই নির্ভর করছে বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ।

আরও পড়ুন : আজ সমস্ত বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধ

ABOUT THE AUTHOR

...view details