কলকাতা : বয়স মাত্র কয়েকদিন । কিন্তু, এইটুকু বয়সেই সোশাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে ইউভান । সৌজন্যে অবশ্য রাজ চক্রবর্তী ও শুভশ্রী । প্রায় প্রতিদিনই ছেলের কোনও না কোনও ছবি পোস্ট করছেন তাঁরা ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন রাজ । সেখানে ঠাকুমার কোলে শান্তিতে শুয়ে থাকতে দেখা গিয়েছে ইউভানকে । আর তাকে আদরে ভরিয়ে দিচ্ছেন ঠাকুমা । যা দেখে 'হিংসে' হচ্ছে রাজের । এই ছবির ক্যাপশনে রাজ লেখেন, "আমি আমার মায়ের কোলে শুয়ে এইভাবে আদর খেতে অভ্যস্ত, এখনও খাই । ইউভান তোকে দেখে আমার খুব হিংসে হচ্ছে ।"