কলকাতা : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশে জারি লকডাউন । কিন্তু, এই পরিস্থিতিতেও খোলা রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান । আর তা কিনতে মানুষ ভিড় করছেন দোকান ও বাজারে । যদিও সেখানে একে অপরের দূরত্ব বজায় রাখছেন না অনেকেই । আর এবার সেই সব রাজ্যবাসীকে হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । বাজারে দূরত্ব বজায় না রাখলে সোজা বেলেঘাটা আইডিতে পাঠাবেন বলে জানিয়েছেন তিনি ।
কোরোনা সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে দেশের একাধিক স্বাস্থ্য সংস্থার তরফে । এমনকী, সেই কথা তাঁদের মেনে চলতে অনুরোধ করেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে চিকিৎসক ও তারকারা । দু'জন মানুষের অন্তত এক মিটার দূরত্ব রাখার বার্তাও দেওয়া হয়েছে । রাজ্যবাসীকে সতর্ক করতে একাধিকবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । কলকাতার বিভিন্ন বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতাকে বুঝিয়েছেন তিনি । দু'জনের মধ্যে কতটা দূরত্ব বজায় রাখা উচিত তা চক দিয়ে এঁকে বুঝিয়ে দেন তিনি । এতকিছু সত্ত্বেও এখনও পর্যন্ত বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না অনেকেই । নির্দেশের তোয়াক্কা না করে এক দূরত্ব বজায় না রেখেই অবলীলায় বিভিন্ন বাজারে চলছে বেচা-কেনা । যা নিয়ে যথেষ্ট চিন্তিত মিমি ।