পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সত্যান্বেষীর নতুন পোস্টারে অচেনা অবতারে পরমব্রত-রুদ্রনীল - Parambrata Byomkesh

সামনে এল 'সত্যান্বেষী ব্যোমকেশ' ছবির নতুন পোস্টার। পোস্টারে বন্দুক হাতে পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ।

পরমব্রত ব্যোমকেশ

By

Published : Aug 26, 2019, 2:36 PM IST

কলকাতা : সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজ়ের 'মগ্নমৈনাক' গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। এই ছবির মাধ্যমেই প্রথমবারের জন্য বড়পরদায় ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে পরমব্রতকে এবং অজিতের চরিত্রে রুদ্রনীলকে। ওয়েব সিরিজ়ে ব্যোমকেশ পরিচালনা করার পর বড় পরদায় ব্যোমকেশ পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। ছবির প্রযোজনা করেছে গ্রীনটাচ এন্টারটেনমেন্ট এবং আর টি নেটওয়ার্ক সলিউশনস। শ্যামসুন্দর দে ও তন্ময় ব্যানার্জি নিবেদন করেছে ছবিটি।

ছবির পোস্টার...
এবছর পুজোতে মুক্তি পাবে সত্যান্বেষী ব্যোমকেশ। ছবির চিত্রনাট্য ও উপদেষ্টা অঞ্জন দত্ত। এর আগে ব্যোমকেশ পরিচালনা করেছেন অঞ্জন। এবার তাঁকে দেখা যাবে একেবারে ভিন্ন দায়িত্বে। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত।
পরিচালক সায়ন্তন ঘোষালের (একেবারে ডানদিকে)সঙ্গে..
ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রম্যদীপ সাহা, সহযোগী পরিচালক শুভদীপ ঘোষ, সম্পাদনায় শুভজিৎ সিংহ, কার্যনির্বাহী প্রযোজক অরিজিৎ রিজু দত্ত এবং লাইন প্রডিউসার সারথি গুহ। ছবিতে সুকুমারীর চরিত্রে অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী।

ABOUT THE AUTHOR

...view details