কলকাতা : অর্জুন দত্ত পরিচালিত দ্বিতীয় ছবিটির নাম 'গুলদস্তা'। এই ছবিতে প্রথমবারের জন্য একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বাংলা চলচ্চিত্র জগতের দুই দাপুটে অভিনেত্রী - স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছেন ছোটপরদার অত্যন্ত জনপ্রিয় মুখ দেবযানী চট্টোপাধ্যায়ও।
প্রথমবার একসঙ্গে স্বস্তিকা-অর্পিতা...
অর্জুন পরিচালিত 'অব্যক্ত' ছবিটি এখনও প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে, পুরস্কৃতও হয়েছে। খুব শিগগিরই সেটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। কিন্তু তার আগেই সামনে এল অর্জুনের দ্বিতীয় ছবির নাম।
'গুলদস্তা' তিনজন নারীর গল্প- শ্রীরূপা, রেনু এবং ডলি। তাদের জীবনের কঠিন পথচলা এবং আরও অনেক আনুষঙ্গিক বিষয় নিয়েই এই ছবি। এখানে ডলির চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। চরিত্রটি একটি অবাঙালি মহিলার। ETV ভারত সিতারাকে স্বস্তিকা জানিয়েছেন, এই চরিত্রটি নিয়ে তিনি ভীষণই এক্সাইটেড। ছবিতে শ্রীরূপার চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চ্যাটার্জি। এবং রেনুর চরিত্রে দেখা যাবে দেবযানিকে।
দর্শক প্রথমবারের জন্য স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়কে একই ছবিতে দেখতে পাবেন। এই বিষয়ে দুজনেই খুব উচ্ছ্বসিত। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অনুভব কাঞ্জিলাল, ঈশান মজুমদার, অনুরাধা মুখার্জি এবং অভিজিৎ গুহ। ছবিটির শুটিং শুরু হবে সম্প্রতি।