কলকাতা : 'এরম CORONA' নিয়ে আসছেন অভিনেতা ইন্দ্রনীল মল্লিক, কোরোনা সচেতনতা বাড়াতে এটা একটি শর্টফিল্ম । এটাই ইন্দ্রনীলের প্রথম পরিচলনার কাজ । অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, জয়ী দেবরায়, অনিন্দ্য ব্যানার্জি, জিতু কমল, অপ্রতিম এবং ইন্দ্রনীল নিজে । স্টুডিয়ো থেকে ETV ভারত সিতারাকে একটি ভিডিয়ো শেয়ার করে ইন্দ্রনীল জানালেন তাঁর বক্তব্য ।
পরিচালক ও অভিনেতা ইন্দ্রনীল ইন্দ্রনীল আমাদের বললেন, "7 জুন আমার একটা শর্টফিল্ম রিলিজ় করছে । নাম 'এরম CORONA' । লকডাউনের পরবর্তী পরিস্থিতিতে যাতে মানুষ আরও বেশি দায়িত্ববান হয়, আরও বেশি সচেতন হয়, সেইজন্যই এই প্রোজেক্ট । সচেতন না হলে যে কী হতে পারে, সেটাই আমি এখানে দেখাতে চেয়েছি । এটা আমার ডেভিল ডিরেক্টোরিয়াল প্রোজেক্ট । এখানে আপনাদের অনেক প্রিয় তারকা রয়েছেন । রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, জয়ী দেবরায়, অনিন্দ্য ব্যানার্জি, জিতু কমল, অপ্রতিম চ্যাটার্জি এবং আমি । এটা যদি বেশি করে শেয়ার করা হয়, আমাদের বক্তব্য অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে । ততবেশি মানুষ সচেতন হবে ।"
ইন্দ্রনীলের বন্ধু অভিনেতা জিতু কমল এই ছবির আইডিয়া নিয়ে এসেছিলেন তাঁর কাছে । তারপর তৈরি হয় চিত্রনাট্য । জিতুই লিখেছেন চিত্রনাট্য এবং অভিনেতারা নিজেদের বাড়ি থেকে শুটিং করেছেন । পরিচালক বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সুচিস্মিতা এবং আশামালিউভ মিউজ়িককে। শর্টফিল্ম রিলিজ় করবে 'ভুলভাল ক্লাব' ইউটিউব চ্যানেলে, গৌরব চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল মল্লিকের অফিশিয়াল ফেইসবুক পেজে ।