পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মা-ছেলের সম্পর্ক নিয়ে আসছে 'মমতা' - bengali shortfilm

ফের নতুন শর্ট ফিল্মের খবর টলিপাড়ায় । মমতা শংকরের 'মমতা' পরিচালনায় এক নবাগত পরিচালক ।

mamata shortfilm
mamata shortfilm

By

Published : Sep 11, 2020, 12:50 PM IST

কলকাতা : মা ও ছেলের সম্পর্ক নিয়ে শর্ট ফিল্ম তৈরি করছেন এক নবাগত পরিচালক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মমতা শংকর এবং ঈশান মজুমদার । শুটিং শুরু হচ্ছে আগামী নভেম্বর থেকে । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


ছবির নাম 'মমতা' । আর মায়ের চরিত্রে অভিনয় করবেন মমতা শংকর । কি সুন্দর মিলে গেল তাই না ? মমতার মমতা । আর সেখানেই তাঁর ছেলের চরিত্রে অভিনয় করবেন ঈশান মজুমদার । মা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করে এই শর্ট ফিল্ম । তাই নামও রাখা হয়েছে 'মমতা' ।

শোনা যাচ্ছে, আগামী নভেম্বর মাস থেকে শুটিং শুরু হবে এই শর্ট ফিল্মের । ছবির পরিচালক একজন নবাগত । কলকাতার বিভিন্ন অঞ্চলে শুটিং হবে এই ছবির । তবে ঈশানকে হয়তো তার আগেই অন্য একটি ছবির জন্য আউটডোর শুটিং করতে যেতে হতে পারে । শিলাদিত্য মৌলিকের সেই ছবির নাম 'ছেলেধরা' । পাহাড়ের শুটিং হবে সেই ছবির । তারই আগে পিছে ডেট নিয়ে শুটিং হবে 'মমতা'-র ।


ঈশানের স্ত্রীর চরিত্রে কে অভিনয় করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি । খুব তাড়াতাড়ি জানা যাবে কে করছেন সেই রোলে । 'মমতা'র মিউজ়িক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন সৌম্যঋত । এর আগে তিনি 'গুলদাস্তা', 'সহবাসে' এবং 'অব্যক্ত'র মতো ছবিতে কাজ করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details