কলকাতা : দেব যে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন, এই খবর অনেকেরই জানা হয়ে গিয়েছে। 'গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন' ছবির পরিচালনা করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তাঁরই পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন দেব। আজ পরিচালক জানালেন বিখ্যাত ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারের চরিত্রে দেখা যাবে তাঁকে।
ধ্রুব আমাদের বলেন, "নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী বাংলার তথা ভারতবর্ষের অন্যতম ফুটবল প্লেয়ার। তাঁকে বলা হয় ভারতীয় ফুটবলের জনক। আমার এই ছবিতে নগেন্দ্রপ্রসাদ চরিত্রে দেখা যাবে দেবকে। নগেন্দ্রপ্রসাদ ও দেবের চেহারা অদ্ভুতভাবে একই রকম। সেই কারণেই ওঁকে নেওয়া।"
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
দেব কি এর জন্য ফুটবলের কোনও ট্রেনিং নিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে ধ্রুব বলেন, "করবে, শুরু করবে ট্রেনিং।" ধ্রুব আমাদের এটাও জানান, "2020 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু। গরমকালে আসবে ছবিটা। আমার তো ছবিগুলো সামারেই আসে। তাই সেটা মাথায় রেখেই চলছি। ছবিটা তো ছোটোদের জন্য। ফুটবল তো ছোটোদের ভালোলাগার বিষয়। সেই সময় সামার ভ্যাকেশন থাকবে। আর আমি তো নর্মালি যা ছবি বানাই, সেটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য। ছুটির মধ্যে যদি ছবি রিলিজ় করে, তাহলে পরিবারের সকলের সুবিধাই হয়।"
আর কে কে কাজ করছেন ছবিতে, জানতে চাওয়ায় তিনি বলেন, "আমি অন্যান্য কাস্ট আর কাউকে ফাইনাল করিনি। একমাত্র দেবই ফাইনাল হয়েছে। আমার মনে হয় আরও 3-4 দিনের মধ্যে লেখাটা শেষ হয়ে যাবে।"
ধ্রুব এই মুহূর্তে 25তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি। তিনি বলেন, "আমি এখন KIFFএর জুরি হিসেবে রয়েছি। এছাড়া আমি জাস্ট এই ছবিটা নিয়ে পড়ে আছি। সবকিছু নভেম্বরের শেষের মধ্যে আমরা জানতে পারব। তখনই আমি সবকিছু ফাইনালাইজ় করে উঠতে পারব।"