পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আর্টিস্ট ফোরাম নির্বাচন (2020-2021) : নির্বাচিতদের সম্পূর্ণ তালিকা

গতকাল ছিল আর্টিস্ট ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন 2020-2021। অন্যান্য বারের নির্বাচনের তুলনায় এই বছর আর্টিস্ট ফোরামের নির্বাচনকে কেন্দ্র করে আগ্রহ এবং উদ্দীপনায একটু বেশিই ছিল । কারণ এই প্রথমবার সরাসরি রাজ্য এবং কেন্দ্রীয় শাসকদলের সমর্থনকারী শিল্পীরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন । বিনোদন জগতে এইভাবে রাজনীতি প্রবেশ প্রসঙ্গ অনেক বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীরা যেমন হতাশ হয়েছিলেন, তেমনি অন্যদিকে কয়েকজন বলেছিলেন রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় আর বিনোদন থাকবে বিনোদনের মতো একদিকে রবিবার ছুটির দিন হওয়ায় সকাল থেকে অভিনেতা-অভিনেত্রীদের ভিড় জমলেও, ভোট গণনার সময় থেকে সেই সংখ্যা ক্রমশ কমতে থাকে । ভোট গণনা শুরুতেই জানা যায় আর্টিস্ট ফোরামের অ্যাক্টিভ ভোটার হিসেবে রয়েছেন 2645 জন, তবে তাদের মধ্যে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেননি ।

Artist Forum election
Artist Forum election

By

Published : Feb 10, 2020, 4:26 PM IST

কলকাতা : আজ সকাল থেকে নির্বাচন সংক্রান্ত ফলাফল সামনে আসতে শুরু করেছে । সেখানে দেখা যাচ্ছে..

১: প্রেসিডেন্ট পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ।

সৌমিত্র চট্টোপাধ্যায়

২: ওয়ার্কিং প্রেসিডেন্ট বা কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শংকর চক্রবর্তী ।

৩: ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তিনজন, পরাণ বন্দ্যোপাধ্যায়,জিৎ ও সোহম চক্রবর্তী ।

৪: জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন অরিন্দম গাঙ্গুলী ।

পরাণ বন্দ্যোপাধ্যায়

৫: জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন দুজন, সপ্তর্ষি রায় ও শান্তিলাল মুখার্জি ।

৬: অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন দুজন, দেবদূত ঘোষ ও রানা মিত্র ।

৭: ট্রেজ়ারার হিসেবে নির্বাচিত হয়েছেন তাপস চক্রবর্তী ।

অরিন্দম গাঙ্গুলি

৮: অ্যাসিস্ট্যান্ট ট্রেজ়ারার হিসেবে নির্বাচিত হয়েছেন সোহম বন্দ্যোপাধ্যায় ।

৯: এক্সিকিউটিভ কমিটি মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন কুশল চক্রবর্তী, সোনালী চৌধুরি,জুন মালিয়া, দিগন্ত বাগচী ও সাগ্মিক ।

ABOUT THE AUTHOR

...view details