পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'সিজ়ন গ্রিটিংস'-এর প্রথম পোস্টার সামনে আনছেন বিগ বি - Amitabh Bachchan

রামকমল মুখোপাধ্যায়র পরবর্তী ছবি 'সিজ়ন গ্রিটিংস'-এর ফার্স্টলুক প্রকাশ করবেন স্বয়ং অমিতাভ বচ্চন। ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করা এই ছবি। লুক প্রকাশের আগে ঋতুপর্ণ ঘোষকে নিয়ে কয়েকটি কথা বললেন অমিতাভ, রেকর্ড করলেন বিশেষ ভিডিয়ো।

অমিতাভ বচ্চন

By

Published : Aug 29, 2019, 1:50 PM IST

কলকাতা : ঋতুপর্ণর ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে, অর্থাৎ অগাস্ট মাসের ৩১ তারিখ 'সিজন গ্রিটিংস'-এর প্রথম লুক প্রকাশ করতে চলেছেন অমিতাভ বচ্চন। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সেলিনা জেটলি ও লিলেট দুবে। থাকবেন শ্রী ঘটক, প্রথম রূপান্তরকামী, যাঁকে হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

অমিতাভ বচ্চন ও রামকমল মুখোপাধ্যায়

পরিচালক রামকমল বললেন, "ভারতবর্ষের আইকন অমিতাভ বচ্চন আমাদের ছবির প্রথম লুক প্রকাশ্যে আনছেন, এটা আমাদের জন্য খুবই স্পেশাল। আমি অমিতজির কাছে গিয়েছিলাম, কারণ তিনি ঋতুর সঙ্গে 'দ্য লাস্ট লিয়ার' ছবিতে কাজ করেছিলেন, যেটি 'আজকের শাহজাহান' নাটক থেকে অনুপ্রাণিত। একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতার সম্পর্কে যখন অমিতজির মতো একজন আইকন কথা বলেন, তখন অবশ্যই তাঁর একটা বিশেষ জায়গা থাকে।"

শুটিংয়ে ব্যস্ত সেলিনা ও লিলেট...

'সিজ়ন গ্রিটিংস' প্রথম ভারতীয় ফিচার ছবি যেটা ইউনাইটেড নেশনসের সঙ্গে হাত মিলিয়েছে। ছবিতে মা ও মেয়ের সম্পর্ককে দেখানো হয়েছে। এছাড়া গল্পে আরও অনেক টুইস্ট থাকবে। পুরো ছবির শুটিং কলকাতাতেই হয়েছে। কুমার শানুর ছেলে জান কুমার শানু এই ছবির মাধ্যমেই প্লেব্যাক সিঙ্গার হিসেবে ডেবিউ করতে চলেছেন। এছাড়াও দৃষ্টিহীন ভোকালিস্ট সায়নী পালিত যুক্ত রয়েছেন এই ছবির সঙ্গে।

শুটিং ফ্লোরে...

লুক প্রকাশের আগে ঋতুপর্ণর স্মরণে কয়েকটি কথা বলে একটি বিশেষ ভিডিয়ো রেকর্ড করলেন অমিতাভ বচ্চন। ETV ভারত সিতারার কাছে এল সেই ভিডিয়ো...

শুনে নিন অমিতাভের বক্তব্য...

ABOUT THE AUTHOR

...view details