পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

একই নামে দুটি বাংলা ছবি, 'তাসের ঘর' নিয়ে নতুন বিতর্ক - bengali movie

14 অগাস্ট প্রকাশ্যে আসে বিপুল ভট্টাচার্যর 'তাসের ঘর' ছবির কথা । তার 24 ঘণ্টার মধ্যে SVF এন্টারটেনমেন্টস তাদের নতুন ছবির কথা জানান । যেটি 3 সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা । সেই ছবির নামও 'তাসের ঘর'। সেই ছবিতে আবার অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় । চরিত্রের নাম সুজাতা । এটি নাকি তাঁর ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র ।

sdf
sdf

By

Published : Aug 16, 2020, 7:41 PM IST

কলকাতা : একটি ছবি বাংলা ও হিন্দি দুটো ভাষাতেই মুক্তি পাবে । আরেকটি পুরোপুরি বাংলায় । একটি ছবি তৈরি করেছে প্রযোজক নীলাঞ্জন দত্তর প্রযোজনা সংস্থা স্প্যালশ ফিল্মস । অন্যটি তৈরি করেছে SVF এন্টারটেনমেন্টস । একটি মুক্তি পাচ্ছে 3 সেপ্টেম্বর । অন্যটির এখনও মুক্তির তারিখ নির্ধারিত নয় । তবেই কোরোনা পরিস্থিতিতে দুটি ছবিই মুক্তি পেতে চলেছে OTT প্ল্যাটফর্মে । কিন্তু, প্রায় একই সময় মুক্তি পাবে এমন দুটি ছবির যাদের একই নাম ।

তবে ছবির বিষয়বস্তু এক হওয়ায় ও এক সময় মুক্তি পাওয়া এটা নতুন কোনও বিষয় নয় । আগেও বহুবার 'টেকো', 'বালা' কিংবা 'উজড়া চমন' তৈরি হয়েছে । যাদের বিষয়বস্তু এক । রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' গল্পে পরবর্তীকালে অমিত ও লাবণ্যর কী হল, তাই নিয়ে তৈরি হয়েছে গল্প । কিন্তু একই নামের দুটো ছবি, এই বিষয়টা খুব একটা দেখা যায়নি সাম্প্রতিককালে । এবার সেটাই হয়েছে ।

14 অগাস্ট প্রকাশ্যে আসে বিদুলা ভট্টাচার্যর 'তাসের ঘর' ছবির কথা । তার 24 ঘণ্টার মধ্যে SVF এন্টারটেনমেন্টস তাদের নতুন ছবির কথা জানান । যেটি 3 সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা । সেই ছবির নামও 'তাসের ঘর'। সেই ছবিতে আবার অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় । চরিত্রের নাম সুজাতা । এটি নাকি তাঁর ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র ।

তবে দুটি 'তাসের ঘর'-এর বিষয়বস্তু একেবারেই আলাদা । বিদুলা যে ছবিটি পরিচালনা করেছেন, সেটি তৈরি হয়েছে 4টি গল্পের সমন্বয়ে । চারটি ভাগ রয়েছে, এবং তাদের মধ্যে যোগসূত্র রয়েছে । আর স্বস্তিকা অভিনীত SVF-এর 'তাসের ঘর' এক গৃহবধূকে কেন্দ্র করে । সুতরাং, বিষয়বস্তু একেবারেই আলাদা ।

এ নিয়ে ETV ভারত কথা বলেছিল বিদুলার সঙ্গে । তিনি বলেন, "আমাদের খবরটা বাইরে আসতেই, ওঁদের মোবাইলে শুট করা টিজ়ার ছেড়ে দিয়েছে । একই নামের দুটো ছবি হয় না । আমাদের নাম রেজিস্টার করা আছে EIMPA-তে । লিগাল টিমের সঙ্গেও কথা বলছি । এখন আমরা ভিতরে ভিতরে খবর নিচ্ছি । আমাদের তো দিল্লির প্রযোজক । সেরকম হলে ওঁরাই EIMPA-তে একটা চিঠি দেবেন, যে আমাদের আগে রেজিস্টার করা । ডকুমেন্টস দেখতে চাওয়া হবে । যাঁদের আগে ডেট আছে তাঁরা নাম পরিবর্তন করবেন না । যাঁদের পরে রেজিস্টার হয়েছে, তাঁরা নাম পরিবর্তন করবেন ।"

ABOUT THE AUTHOR

...view details