পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার তুহিনার সঙ্গে জুটি বাঁধছেন ঋত্বিক

এবার তুহিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী । পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরির ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের ।

asd
asd

By

Published : Sep 6, 2020, 7:35 PM IST

কলকাতা : কোরোনা পরিস্থিতির মধ্যেই শুটিং শুরু করেছেন অনেকেই । আর এবার শুটিং শুরু করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী, 'ঘরে বাইরে আজ' ছবির 'বৃন্দা' তুহিনা । এছাড়াও কাজে যোগ দিতে চলেছেন ব্রাত্য বসুও । আর তাঁদের এক সুতোয় বাঁধতে চলেছেন 'ফড়িং' খ্যাত পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরি ।

'ঘরে বাইরে আজ' ছবিতে যিশু সেনগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্যর মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তুহিনা । তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছিল । এই ছবির পর আরও একটি দুর্দান্ত কাজের অপেক্ষায় ছিলেন তিনি । তারপর ইন্দ্রনীলের নতুন ছবির কাজ তাঁকে মুগ্ধ করে । এই সুযোগ পেয়ে খুশি ব্রাত্য এবং ঋত্বিকও । এমনিতেই 'ফড়িং' কিংবা 'মায়ার জঞ্জাল'-এর মতো সূক্ষ্ম বিষয় ভিত্তিক ছবি তৈরি করে দর্শক ও সমালোচকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন ইন্দ্রনীল । ছবিতে তুহিনার বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে । এছাড়া ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ব্রাত্য বসু ।

ব্রাত্য বসু

ইন্দ্রনীলের এই নতুন ছবিটি সাহিত্য নির্ভর । বাংলার সাহিত্য থেকে অনুপ্রাণিত । সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা 'যতীন দারোগার বেদান্ত'-কেই রুপোলি পরদায় ফুটিয়ে তুলতে চাইছেন ইন্দ্রনীল । এই ছবিতে একটি ছোটো শহরের মেয়ের চরিত্রে অভিনয় করবেন তুহিনা । 'ঘরে বাইরে আজ' ছবিতে দলিত থেকে দিল্লির সম্ভ্রান্ত বাড়ির বউ হয়ে ওঠার সূক্ষ্ম গল্পে দেখা গিয়েছিল তুহিনাকে । ইন্ডাস্ট্রির সকলেই স্বীকার করেছেন তুহিনার চেহারায় রয়েছে অন্য ধরনের সৌন্দর্য । এবার ইন্দ্রনীলের এই ছবিতে তুহিনা দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন এখন সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details