কলকাতা: মুক্তি পেল চূর্ণী গাঙ্গুলি পরিচালিত নতুন ছবি 'তারিখ'। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে সোশাল মিডিয়া যেভাবে মানুষের জীবনকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে চলেছে এবং কিছু ক্ষেত্রে যার প্রভাব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে সাধারণ মানুষকে। সেই জায়গা থেকে চূর্ণী নিজের দ্বিতীয় ছবি 'তারিখ'-এর গল্প সাজিয়েছেন। সম্প্রতি ছবি প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী ও রূপঙ্কর বাগচী সহ আরও অনেকে।
'তারিখ' বলছে তারিখের গল্প - churni
"এই ছবিটা দেখে আমার দশগুণ বেশি হিংসা হয়েছিল।" বলছেন কৌশিক গাঙ্গুলি।
পরিচালক কৌশিক গাঙ্গুলি বলেন, "চূর্ণীর প্রথম ছবি নির্বাসিত দেখে আমার খুবই ভালো লেগেছিল। আর এই ছবিটা দেখে আমার দশগুণ বেশি হিংসা হয়েছিল। কারণ, আমার বাড়ি থেকেই এই গল্পের সূচনা হয় এবং আমি সেটা বানাতে পারিনি। তবে আমি বিশ্বাস করি এই ছবিও নির্বাসিতের মত দর্শকের পছন্দ হবে।"
ঋত্বিক চক্রবর্তী বলেন, "আজকের দিনে সোশাল মিডিয়ার এমন একটা প্রভাব রয়েছে, জেনে বা নিজেদের অজান্তে আমরা সোশাল মিডিয়াতে আমাদের আত্মজীবনী লিখে ফেলছি। আমাদের রাগ, হতাশা, ভালোবাসা এই সমস্ত কিছু লিখে ফেলছি। হয়তো এভাবে আমরা আলাদা করে কখনও ভাবিনি। কিন্তু, আজ থেকে পাঁচ-দশবছর বাদে আমাদের বয়স যখন আরও বেড়ে যাবে, তখন যদি আমরা পিছন দিকে ফিরে তাকায় তখন দেখব আমরাই আমাদের জীবন লিখতে লিখতে যাচ্ছি। 'তারিখ' এমন একটি জায়গা থেকে শুরু। এমন কতগুলি দারুন কথা বলে যেগুলি সম্পর্ক ও সোশাল মিডিয়া নিয়ে বলে। বন্ধুত্ব ভালোবাসা কিছু নিয়ে বলে। আমার মনে হয় 'তারিখ' ছবিটা দেখলে বোঝা যাবে যে কী অসাধারণ সেন্সিবল একটা ছবি হতে চলেছে।"