কলকাতা, 16 এপ্রিল : মুক্তি পেল 'গোলন্দাজের' টিজার । এই বছরের সবথেকে প্রতীক্ষিত বাংলা ছবি গোলন্দাজের টিজার এক মিনিট ষোলো সেকেন্ডের । ছবিতে মুখ্য চরিত্র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী চরিত্রে দেখা যাবে বাংলা ছবির সুপারস্টার দেবকে । এছাড়াও ছবিতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ইশা সাহাকে ৷ এছাড়াও থাকছেন অন্যান্য অভিনেতারা ।
ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি শুটিং শুরু হয়েছিল 2019-এ ৷ এরপরে 2020 কেটেছে করোনার আতঙ্কে ৷ তাই বলে শুটিং থেমে যায়নি ৷ টানা দু'বছর শুটিং চলার পর অবশেষে মুক্তি পেল দেবের বহুপ্রতীক্ষিত ছবি গোলন্দাজ-এর টিজার ।
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে ভারতবর্ষের ফুটবলের জনক বলা হলেও, বাঙালির স্মৃতির অতলে হারিয়ে গিয়েছেন তিনি ৷ তাঁকেই এবার বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় । তবে এটি কোনও বায়োপিক নয় ৷ এটি ইতিহাসের উপর নির্ভর করে ফিকশন ছবি । নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় থাকছেন দেব । বাঙালির ফুটবল নিয়ে আবেগ বহু যুগ ধরে ৷ তবে স্বাধীনতার আগে 1879 সালের এই ফুটবলারকে বেমালুম ভুলে গিয়েছে বাঙালি ৷ এবার গোলন্দাজের হাত ধরে সেই ইতিহাসকেই বড় পর্দায় দেখা যাবে ।