তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে 'সিতারা', পিছিয়ে গেল মুক্তির দিন
আবুল বাশারের উপন্যাস "ভোরের প্রসূতি"র কাহিনি অবলম্বনে একটি ছবি তৈরি করেছেন পরিচালক আশিস রায়, নাম 'সিতারা'। ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন, এম নাসার, সুব্রত দত্ত প্রমুখ। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের গোড়াতে, অর্থাৎ জানুয়ারি মাসে। কিন্তু সে সময় ছবি মুক্তি পায় না। অনেকে হয়তো ভেবেই নিয়েছিলেন ছবিটি মুক্তি পাবে না। তবে পরিচালক আশিষ রায় জানালেন আসল খবরটা।
পরিচালক আশিষ বললেন, " ছবি আটকে গেছে, মুক্তি পাবে না, এমনটা একেবারেই নয়। ছবি মুক্তি পাচ্ছে চলতি মাসেরই ৩১ মে।" এর আগে দক্ষিণী কিছু অ্যাকশন ছবি তৈরি করেছিলেন আশিষ। সেইদিক থেকে এটাই তাঁর একটু অন্য ঘরানার প্রথম ছবি। ছবিতে একেবারেই অন্যভাবে পাওয়া যাবে রাইমাকে। এরকম সাহসী চরিত্রে তিনি অভিনয় করেননি এর আগে।
ঠিক কী কারণে ছবি মুক্তি আটকে গিয়েছিল, প্রশ্ন করায় তিনি বললেন, "আসলে ছবিটা তামিল এবং তেলেগু ভাষাতেও মুক্তি পাচ্ছে। সেন্সরের জন্য অপেক্ষা করতে হয়েছে এই কয়েকটা মাস। সেন্সর থেকে U/A সার্টিফিকেট পেয়েছে আমার 'সিতারা'। যদিও বিষয়টা প্রাপ্তবয়স্কদের জন্য। তবুও সেন্সর বোর্ড মনে করেছে যে, এডাল্ট সার্টিফিকেট দেওয়ার মতো কোনও বিষয় ছবিতে নেই। আর একটু হলেই হয়তো এডাল্ট সার্টিফিকেট পেয়ে যেতাম আমরা।"
ছবির পটভূমি দেশভাগ এবং সেখানে ফুটে উঠেছে চোরাকারবারি, দেহ ব্যবসার মতো কিছু সামাজিক অবক্ষয়ের ছবি। ছবির সংগীত পরিচালনা করেছিলেন প্রয়াত সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। বলা যেতে পারে, এটি কালিকাপ্রসাদের অসমাপ্ত কাজের একটি।