কলকাতা: সোয়েটার বুনতে জানলেই বিয়ে ফাইনাল। শ্য়ামলা রঙের জন্য পাত্রপক্ষের প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছে টুকুকে। অবশেষে যে বিয়ে ঠিক হয়, তাতে একটাই শর্ত। জানতে হবে সোয়েটার বোনা। শিলাদিত্য় মৌলিক তাঁর ছবি 'সোয়েটার'-এ এমনই গল্প বেঁধেছেন। ছবিটি মুক্তির পর প্রশংসাও কুড়িয়েছে। সম্প্রতি আয়োজন করা হয়েছিল ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের। তাতে উপস্থিত ছিলেন ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধা।
সোয়েটারের স্পেশাল স্ক্রিনিং
ছবির প্রযোজক, পরিচালক ও কলকাতার 'প্রণাম সংস্থা'-র সঙ্গে যৌথ উদ্যোগে ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধা নন্দনে আয়োজিত হয় এই স্পেশাল স্ক্রিনিংয়ের।
ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ইশা সাহা, শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, সৌরভ দাস, ফারহান, অনুরাধা মুখার্জি সহ আরও অনেকে। ছবির প্রযোজক, পরিচালক ও কলকাতার 'প্রণাম সংস্থা'-র সঙ্গে যৌথ উদ্যোগে ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধা নন্দনে আয়োজিত হয় এই স্পেশাল স্ক্রিনিংয়ের। স্পেশল স্ক্রিনিংয়ে এসে অভিনেত্রী ইশা সাহা বলেন, "আমরা এখন নন্দনে আছি। একটা বাংলা ছবিকে কেন্দ্র করে যে ধরনের প্রতিক্রিয়া হওয়া উচিত সেরকম প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। এমনি কাজের চাপের জন্য খুব একটা হলে যাওয়ার সুযোগ পাওয়া যায় না। আজকে সুযোগ পেয়েছি তাই এসেছি নন্দনের সেই ফ্লেভারটাকে নেব বলে। একটু টেনশন তো হয়। বৃদ্ধাশ্রমের মানুষজন হয়তো সময় মত ছবি দেখতে পান না বা দেখার সুযোগ পান না। আজকে আমাদের ছবিটি দেখানো হচ্ছে, এর থেকে আনন্দের আমার কাছে আর কিছু নেই।"
পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, "আজকে আমাদের এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। কারণ, আমরা দেখতে পাচ্ছি মানুষ আজকাল হলে এসে ছবি দেখা বন্ধ করে দিয়েছেন। কারণ, এখন ভালো বিষয় ও আবেগের গল্প ছবি আর পরদায় দেখা যায় না। তরুণ তরুণীদের জন্য অনেক ছবি হচ্ছে। কিন্তু, বয়স্কদের জন্য সেভাবে কোনও ছবি বানানো হচ্ছে না। মধ্যবিত্ত বাঙালি পরিবারের গল্প, মা-বাবা, দাদু-দিদাদের সোয়েটার বানানোর গল্প সেই সব কিছু আজকে আবার নতুন করে তারা ফিরে পাবেন বলেই আমরা প্রণাম সংস্থার ১৪০ জনকে নন্দনে সোয়েটার ছবিটি দেখানোর ব্যবস্থা করেছি।"