মুম্বই, 14 জুন :দেখতে দেখতে কেটে গেল একটা বছর ৷ মৃত্যু নাকি আত্মহত্যা ? এই জল্পনার এক বছর ৷ মাদক নাকি অন্য কিছু ? এই হিসেব নিকেশের এক বছর ৷ বিহার নাকি মুম্বইয়ে তদন্ত ? এই টানাপোড়েনের এক বছর ৷ গার্লফ্রেন্ড নাকি দিদি ? নাকি বন্ধু বা অন্য কেউ ? অপরাধী খোঁজার এক বছর ৷ এরই মাঝে নানা সেলেব্রিটির নাম জড়াল ৷ অনেককে জেরা করা হল ৷ যেতে হল শ্রীঘরেও ৷ তবু ধোঁয়াশা কাটেনি ৷ ভক্তদের মনের ক্ষতটা এখনও দগদগে ৷ সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রয়াণের এক বছর পরেও ৷ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত অভিনেতাকে নিজেদের মতো করে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা ৷ উঠেছে ন্যায়বিচারের দাবি ৷
গত বছর 14 জুন রবিবাসরীয় দুপুরে এক লহমায় মাথায় বাজ ভেঙে পড়েছিল দেশবাসীর ৷ জানা যায়, মুম্বইয়ে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে সুশান্ত সিং রাজপুতের দেহ ৷ বিদ্যুতের গতিতে খবরটা ছড়িয়ে পড়ে ৷ শুনে কেউ বিশ্বাস করতে পারছিলেন না ৷ যখন সম্বিত ফেরে তখন বুকের ভেতরে জমাট বাঁধে একরাশ যন্ত্রণা ৷ শুরু হয় তদন্ত ৷ তার পর অবশ্য আরব সাগর দিয়ে অনেক জল গড়িয়েছে ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে গোটা একটা বছর ৷ আজ ছিঁছোড়ে স্টারের প্রথম মৃত্যুবার্ষিকী ৷ সাতসকালেই তাঁর বান্দ্রার বাড়ির সামনে জড়ো হন ভক্তরা ৷ সুশান্তকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর প্রয়াণের প্রকৃত তদন্ত দাবি করেন তাঁরা ৷ তাঁদের হাতের প্ল্য়াকার্ডে লেখা ছিল, "সুশান্ত সিং রাজপুতের জন্য ন্যায়বিচার চাই ৷"
আরও পড়ুন:'গডফাদার' ছাড়াই সাফল্য়ের চূড়ায় যাঁরা...
সুশান্তের এক সময়ের বান্ধবী অঙ্কিতা লোখণ্ডেও এই দিনে প্রয়াত অভিনেতাকে স্মরণ করেছেন ৷ তাঁদের জীবনের কিছু সুন্দর মুহূর্তের ছবি ও ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, "ফির মিলেঙ্গে ৷"
সুশান্তের 'সোনচিড়িয়া' ফিল্মের সহ-অভিনেত্রী ভূমি পেদনেকর ও রণবীর শোরে প্রয়াত অভিনেতাকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৷ সুশান্তের তিনটি ছবি পোস্ট করে ভূমি লিখেছেন, "তোমাকে, তোমার প্রশ্নগুলোকে ও সবকিছুই মিস করছি ৷ তুমি এই পৃথিবীটাকে আমায় এমনভাবে দেখিয়েছ যা আগে আমি কখনও দেখিনি ৷ আমার কৌতূহলপ্রবণ মিষ্টি এসএসআর, আশা করি তুমি শান্তি খুঁজে পেয়েছ ৷"
সোনচিড়িয়ায় সুশান্তের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি পোস্ট করেছেন রণবীর শোরে ৷