পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Srijani Mitra in hindi web series: হিন্দি ওয়েব সিরিজে মাওবাদীর চরিত্রে সৃজনী - ধুলুন্দি-এক গাঁও

এবার হিন্দি ওয়েব সিরিজ 'ধুলুন্দি-এক গাঁও' (Dhulundi ek gaon)-তে মাওবাদীর চরিত্রে (Srijani Mitra acting as maoist) অভিনয় করছেন সৃজনী মিত্র (Srijani Mitra in hindi web series)৷

Srijani Mitra making debut in hindi web series, acting as maoist in Dhulundi ek gaon
হিন্দি ওয়েব সিরিজে মাওবাদীর চরিত্রে সৃজনী

By

Published : Dec 28, 2021, 1:28 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর: এবার হিন্দি ওয়েব সিরিজে পা দিলেন অভিনেত্রী সৃজনী মিত্র (Srijani Mitra in hindi web series)। একইসঙ্গে চলছে বাংলা টেলিভিশনের ব্যস্ততা । ইটিভি ভারতকে অভিনেত্রী জানালেন হিন্দি ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা ।

একইসঙ্গে দুটি চ্যানেলের ধারাবাহিকে নেগেটিভ ও পজিটিভ চরিত্রে রয়েছেন সৃজনী মিত্র । চলছে ধারাবাহিক 'সুন্দরী'। সেখানে সাংঘাতিক পজিটিভ তিনি । ওদিকে আসছে 'সোনা রোদের গান' । সেখানে ভিলেনের চরিত্রে দেখা যাবে তাঁকে । এরই মাঝে সৃজনী একটা দারুণ সুখবর দিলেন ইটিভি ভারতকে । হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করছেন তিনি । সিরিজের নাম 'ধুলুন্দি-এক গাঁও' (Dhulundi ek gaon)। পরিচালক সাহেব মুখোপাধ্যায় । এই সিরিজে এক মাওবাদী (Srijani Mitra acting as maoist) মহিলার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে ।

অভিনেত্রীকে শুটিংয়ের অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে তিনি ইটিভি ভারতকে বলেন, "হিপিক্স-এ আসছে এই ওয়েব সিরিজ । আমি এর আগে হিন্দি শর্ট ফিল্ম করেছি । নাম 'হুইল চেয়ার'। হিন্দি ওয়েব সিরিজে এটা ডেবিউ আমার । এখানে একজন মহিলা মাওবাদী চরিত্রে আছি আমি । চিরকালই চ্যালেঞ্জিং চরিত্র আমি চাই । আর হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করতেই এমন চরিত্র পেয়ে গেলাম, যে রকমটা আগে কখনও করিনি । খুব শক্তিশালী একটা চরিত্র । মেক আপ, গেট আপ দেখেই বুঝতে পারবে, ব্যাপারটা কী হতে চলেছে । মেয়েটি কীভাবে এবং কেন মাওবাদী হল সেটাই দেখার । দারুণ অভিজ্ঞতা এই সিরিজ ঘিরে । আমাকে বন্দুক চালাতে হয়েছে এখানে । আমি বরাবরই রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারে আগ্রহী । এটা সে রকমই একটি চরিত্র । ফলে আগ্রহটা আকাশছোঁয়া ছিল । তাই রপ্ত করতে বা শিখতে সময় লাগেনি বন্দুক ধরা বা চালানো । আগ্রহ যেখানে বেশি, সেটা শিখতে আমাদের কারওরই সময় লাগে না । আমারও লাগেনি । কাজ করতে করতেই শিখে নিয়েছি । আলাদা সময় দিতে হয়নি এর জন্য ।"

আরও পড়ুন:Ranita Das in horror comedy Manihara: সৌপ্তিকের হরর কমেডিতে রনিতা, আসছে মণিহারা

শুটিং কোথায় হল ? সৃজনীর উত্তর, "গোটা ঘাটশিলা জুড়ে শুটিং হয়েছে । ঘাটশিলার প্রেক্ষাপটেই এই সিরিজ । প্রথম দিনের শুটিংয়ে আমাকে 5 ঘণ্টা ভিজতে হয়েছে । তিনটে সিনের শুট ছিল ওইদিন । তিনটেই বৃষ্টিতে ভিজে । আর আমি খুব শীতকাতুরে । কলকাতার ঠান্ডাতেই গ্লাভস, মোজা পরি । আর ঘাটশিলার ঠান্ডা তো বলাই বাহুল্য । কনকনে ঠান্ডায় থরথর করে কাঁপছিলাম । কম্বল, লাইট, গরম জল কোনওটাতেই আমাকে গরম করা যাচ্ছিল না । কীভাবে যে শুটটা করে এলাম, এখন নিজেরই ভাবলে অবাক লাগে যে, কী করে পারলাম আমি ! কিন্তু করে তো ফেললাম । এ রকম আরও চ্যালেঞ্জিং চরিত্রের অপেক্ষায় আছি । যেখানে আমাকে অনেক কিছু করতে হবে । কঠিন সময় পেরোতে হবে ।"

আরও পড়ুন:Srijani Mitra: বড় পর্দায় প্রথম বড় কাজ নিয়ে একান্ত আড্ডায় সৃজনী মিত্র

সম্প্রতি মুক্তি পেয়েছে সৌম্যজিৎ আদক পরিচালিত সৃজনী অভিনীত বাংলা ছবি 'অল্প হলেও সত্যি'। সেখানে একজন প্রেমিকার চরিত্রে বাজিমাৎ করেছেন তিনি । হিন্দি ওয়েব সিরিজটি নিয়েও আশাবাদী অভিনেত্রী ।

আরও পড়ুন:Nusrat Jahan: এবার সঞ্চালকের ভূমিকায় নুসরত, ভিডিয়ো প্রচারে মদন

ABOUT THE AUTHOR

...view details