কলকাতা, 28 ডিসেম্বর: এবার হিন্দি ওয়েব সিরিজে পা দিলেন অভিনেত্রী সৃজনী মিত্র (Srijani Mitra in hindi web series)। একইসঙ্গে চলছে বাংলা টেলিভিশনের ব্যস্ততা । ইটিভি ভারতকে অভিনেত্রী জানালেন হিন্দি ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা ।
একইসঙ্গে দুটি চ্যানেলের ধারাবাহিকে নেগেটিভ ও পজিটিভ চরিত্রে রয়েছেন সৃজনী মিত্র । চলছে ধারাবাহিক 'সুন্দরী'। সেখানে সাংঘাতিক পজিটিভ তিনি । ওদিকে আসছে 'সোনা রোদের গান' । সেখানে ভিলেনের চরিত্রে দেখা যাবে তাঁকে । এরই মাঝে সৃজনী একটা দারুণ সুখবর দিলেন ইটিভি ভারতকে । হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করছেন তিনি । সিরিজের নাম 'ধুলুন্দি-এক গাঁও' (Dhulundi ek gaon)। পরিচালক সাহেব মুখোপাধ্যায় । এই সিরিজে এক মাওবাদী (Srijani Mitra acting as maoist) মহিলার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে ।
অভিনেত্রীকে শুটিংয়ের অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে তিনি ইটিভি ভারতকে বলেন, "হিপিক্স-এ আসছে এই ওয়েব সিরিজ । আমি এর আগে হিন্দি শর্ট ফিল্ম করেছি । নাম 'হুইল চেয়ার'। হিন্দি ওয়েব সিরিজে এটা ডেবিউ আমার । এখানে একজন মহিলা মাওবাদী চরিত্রে আছি আমি । চিরকালই চ্যালেঞ্জিং চরিত্র আমি চাই । আর হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করতেই এমন চরিত্র পেয়ে গেলাম, যে রকমটা আগে কখনও করিনি । খুব শক্তিশালী একটা চরিত্র । মেক আপ, গেট আপ দেখেই বুঝতে পারবে, ব্যাপারটা কী হতে চলেছে । মেয়েটি কীভাবে এবং কেন মাওবাদী হল সেটাই দেখার । দারুণ অভিজ্ঞতা এই সিরিজ ঘিরে । আমাকে বন্দুক চালাতে হয়েছে এখানে । আমি বরাবরই রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারে আগ্রহী । এটা সে রকমই একটি চরিত্র । ফলে আগ্রহটা আকাশছোঁয়া ছিল । তাই রপ্ত করতে বা শিখতে সময় লাগেনি বন্দুক ধরা বা চালানো । আগ্রহ যেখানে বেশি, সেটা শিখতে আমাদের কারওরই সময় লাগে না । আমারও লাগেনি । কাজ করতে করতেই শিখে নিয়েছি । আলাদা সময় দিতে হয়নি এর জন্য ।"
আরও পড়ুন:Ranita Das in horror comedy Manihara: সৌপ্তিকের হরর কমেডিতে রনিতা, আসছে মণিহারা