কলকাতা : আমাদের দেশ ও রাজ্য রাজনীতিতে সাম্প্রদায়িক টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরেই। সেখানে লোকসভা নির্বাচনে বসিরহাটের জয়ী তৃণমূল প্রার্থী বিয়ে করলেন হিন্দু, মুসলমান ও খ্রিস্টান মতে। আমাদের অনেকের মতোই ছোটোবেলা থেকে নুসরত হলিউড লাভ স্টোরির বিরাট ভক্ত। খ্রিশ্চান মতে বিয়ের পর স্বামী-স্ত্রী একে অপরকে চুম্বন করেন। ভালোবাসার এই প্রকাশ নুসরতের বরাবরই খুব প্রিয়। ছোটো থেকেই চেয়েছিলেন, খ্রিশ্চানদের মতো সুন্দর সাদা ঘেরওয়ালা গাউন ও মাথায় ভেইল পরে বিয়ে করবেন। হাতে চূড়া, মেহেন্দি, কপালে লাল সিঁদুর, সাদা অফশোল্ডার গাউন ও চোখে সানগ্লাস পড়ে বোদরুমের 'কাপলানকায়া' সাত তারা রিসর্টে বিয়ে করেছেন নুসরত- নিখিল।
মুসলিম হওয়া সত্ত্বেও কেন খ্রিশ্চান মতে বিয়ে করলেন নুসরত? - Nusrat Jahan
টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম ডেস্টিনেশন ওয়েডিং করলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তিনি বিয়ে করেছেন কলকাতার ব্যবসায়ী প্রেমিক নিখিল জৈনকে। আমরা অনেকেই জানি, সুদূর তুরস্কের বোদরুম শহরের একটি বিলাসবহুল সাত তারা হোটেলে বিয়ে করেছেন নুসরত-নিখিল। কিন্তু যেটা অনেকেরই জানা নেই, তা হল শুধু হিন্দু কিংবা মুসলমান মতে নয়, খ্রিশ্চান মতেও বিয়ে করেছেন ভারতের এই নব সাংসদ। সেইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দিয়েছেন সমাজকে।
নুসরত ইসলাম ধর্মাবলম্বী মানুষ। নিখিল হিন্দু ধর্মের। ইসলাম ও হিন্দু, দুই মতেই বিয়ে হয়েছে তাঁদের। নুসরত বলেছেন, তিনি কোন বিশেষ ধর্মের প্রতি আবেগপ্রবণ নন। নিজেকে সেকিউলার বলতে পছন্দ করেন। মনে করেন, মানুষের বিয়ে ধর্মের উপর ভিত্তি করে হয় না। ঠিক যেমনটা ভালোবাসার ক্ষেত্রেও হয় না। ভালোবাসা ধর্ম মানে না। একে অপরের পাশে থাকাই আসল। তারপর আসে রীতিনীতি।
তুরস্ক থেকে বিয়ে সেরে ফিরে সংসদে শপথ গ্রহণ করেছেন নুসরত। কলকাতায় ৪ জুলাই এক পাঁচতারা হোটেলে আবার তাঁদের রিসেপশনের অনুষ্ঠান হবে। তুরস্কে যাঁরা উপস্থিত থাকতে পারেননি, তাঁরা কলকাতার রিসেপশনে থাকবেন।