কলকাতা, 10 জুন : নুসরত জাহানকে (Nusrat Jahan) নিয়ে তোলপাড় বিনোদন থেকে রাজনীতির দুনিয়া ৷ প্রথমে সন্তানসম্ভবা হওয়ার খবর, তারপর বিবৃতি দিয়ে অভিনেত্রীর বিয়ের কথা অস্বীকার ৷ এই নিয়েই সরগরম নেটমাধ্যম ৷ কানাকানি চলছে সর্বত্র ৷ তৃণমূল সাংসদকে নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপিও ৷ তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না টলিউডের আর এক অভিনেত্রী তথা বিজেপি নেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ৷ রাজনীতির ক্ষেত্রে তিনি নুসরতের বিপরীত মেরুর হলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াঘাঁটা করায় আগ্রহ নেই শ্রাবন্তীর ৷
শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি ৷ এই অভিনেত্রীর তিন তিন বার বিয়ে হলেও কোনওটিই বেশিদিন টেঁকেনি ৷ মাত্র 16 বছর বয়সে পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ৷ একটি ছেলেরও জন্ম দেন ৷ নাম ঝিনুক ৷ কিছুদিন অভিনয় ছেড়ে পুরোপুরি সংসারি ৷ তবে সম্পর্কের অবনতি হওয়ায় রাজীব ও শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷
এরপর কিষাণ বিরাজ নামে এক মডেলকে বিয়ে করলেও তা বেশিদিন টেঁকেনি ৷ 2019 সালে ফের তিনি বিয়ে করেন রোশন সিং-কে ৷ তবে সেই সম্পর্কও তেতো হয়েছে ৷ এখনও সোশ্যাল মিডিয়ায় চলছে তির্যক কথা চালাচালি ৷ এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে, নতুন করে প্রেমে পড়েছেন শ্রাবন্তী ৷ যদিও নিজের ব্যক্তিগত জীবনে কী চলছে, তা নিয়ে এখনও স্পিকটি নট বিজেপি নেত্রী ৷
আরও পড়ুন:নুসরত কি তবে লোকসভায় দাঁড়িয়ে মিথ্যে বলেছিলেন ? প্রশ্ন অমিত মালব্যের
এরই মধ্যে রাজনীতির আঙিনায় তাঁর যাত্রা শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের আগে ৷ বেহালা পশ্চিম থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি ৷ তবে তাঁকে হারতে হয় তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৷ সেই সময়েও প্রচারে গিয়ে নানা ব্যক্তিগত প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে ৷ তবে প্রতিবারই সে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তিনি ৷ বিরক্তও হয়েছেন ৷ তাঁর বিরোধী দলের নেত্রী নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে যখন রাজ্যজুড়ে জোর গুঞ্জন চলছে, তখনও সেই একই অবস্থান বজায় রাখলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ বিজেপির অন্য নেতাদের মতো তিনি এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল সাংসদের বিরুদ্ধে একটাও বাঁকা কথা বলেননি ৷ বরং বলেছেন, রাজনীতিক হিসেবেই হোন বা অভিনেত্রী হিসেবে - কোনও দিক দিয়েই তিনি নুসরত জাহানের বিয়ের প্রসঙ্গ নিয়ে কোনও মন্তব্য করতে চান না ৷
আরও পড়ুন:লোকসভার ওয়েবসাইটে বিবাহিত নুসরত, আইনও বলছে বিয়ে বৈধ
গতকালই বিবৃতি দিয়ে নুসরত দাবি করেছেন, "তুরস্কের বিয়ের আইন অনুযায়ী বিদেশের ওই অনুষ্ঠান অবৈধ ৷ আর যেহেতু এটা দুই ধর্মে বিয়ে, সে জন্য এটি বৈধতা পেতে স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্টের স্বীকৃতি প্রয়োজন, যেটা ঘটেনি ৷ আইন অনুযায়ী এটা কোনও বিয়ে নয় ৷ এটা একটা সম্পর্ক অথবা একটা লিভ-ইন সম্পর্ক ৷" যদিও লোকসভার রেকর্ডে রয়েছে তিনি বিবাহিতা এবং তাঁর স্বামীর নাম নিখিল জৈন ৷