কলকাতা : শুরু হল অভিনেতা সৌম্যজিৎ মজুমদারের প্রথম পরিচালিত ছবি 'হোম কামিং'-এর শুটিং । প্রথম দিনের শুটিং চলছে আগরপাড়ায় ।
ছবিতে রয়েছেন বাংলা সহ মুম্বই এবং সারা ভারতের অনেক অভিনেতা-অভিনেত্রীরা । 'ছিছোরে' ছবির তুষার পাণ্ডে, 'ঘরে-বাইরে আজ' ছবির তুহিনা দাস, 'কবীর সিং' 'দৃষ্টিকোণ' এবং 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'র অভিনেতা সোহম মজুমদার, হুসেন দালাল, 'লিপস্টিক আন্ডার মাই বোরখা' ছবির প্রবিতা বড়ঠাকুর, সায়নি গুপ্ত, অপ্রতিম, আমান হিরানান্দানি, অয়ন ভট্টাচার্য, দীপান্বিতা ভট্টাচার্য, অঙ্গনা রায়, দীপ্তরূপ বসু, আতিফ আলি দাগমানের মতো তারকারা রয়েছেন এই ছবিতে । ছবিটিকে 'এপিসোড সিনেমা' বলা হচ্ছে, অর্থাৎ, ছবিটি ভাগ করা হয়েছে দশটি এপিসোডে, পাঁচটি ইন্টারভেলের আগে, পাঁচটি ইন্টারভেলের পরে ।
25টি ছবির অংশ হওয়ার পর, 2017 সালের শেষেও সৌমজিৎ বিভিন্ন ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন । ২০১৯ সালে 'ক্যাট স্টিকস', 'সোনাঝুরির ভূত'এর মতো ছবিতে অভিনয় করেছেন, যেগুলি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে । এবার তিনি শুরু করলেন পরিচালনার কাজ । সৌমজিৎ বলেন, "'হোম কামিং' LOK প্রোডাকশনের । ছবিটি প্রেজেন্ট করছে SMCC, অর্থাৎ সৌম্যজিৎ মজুমদার কন্টেন্ট কম্পানি । আমরা প্রথম পর্যায়ের শুটিং করব । তারপর কিছুটা পরে শুটিং করব । কলকাতা এবং মুম্বইয়ের অভিনেতা-অভিনেত্রীরা এই ছবিতে অভিনয় করছেন । এটা একটা কলকাতা ফিল্ম ।"
ছবিতে সাউন্ড ডিজ়াইন করছেন অনিন্দিত রায় এবং আদিপ সিং মানকি । ছবির কস্টিউম ডিজ়াইনার গোবিন্দ মণ্ডল, যিনি 'নগরকীর্তন'-এর মতো ছবিতে কাজ করেছেন । 'পিঙ্ক', 'রেড', '102 নট আউট'-এর মত ছবির এডিটর বোধাদিত্য ব্যানার্জি কাজ করবেন এই ছবিতে । ছবির আর্ট ডিরেক্টর নাফিসা মণ্ডল । সিনেমাটোগ্রাফার হলেন অনুপ সিং, যিনি 'বদলা', 'অক্টোবর', 'পরী'র মতো ছবিতে কাজ করেছেন । ছবির সংগীত পরিচালনা করছেন অরিন্দম চট্টোপাধ্যায় । ছবিতে থাকবে বাউল, রবীন্দ্রসংগীত, বাংলা টপ্পা ইত্যাদি । ছবিতে গান গাইবেন অমৃতা সিং, মনসুর ফকির, সমীর রাহাত ।
অভিনেতা সোহম মজুমদার বলেন, "এই ছবিতে আমরা যাঁরা অভিনয় করছি, কোনও না কোনও সময় থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম । তাঁদেরকেই ছবিতে নেওয়া হয়েছে । থিয়েটারের এসেন্স যে কখনও চলে যায় না, সেটাই বলা হয়েছে । আজ থেকে আমাদের শুটিং শুরু হয়েছে । আগরপাড়ার একটা জায়গায় চলছে শুটিং । এই ছবির আগে অনেক ওয়ার্কশপ করেছি আমরা । সেই ওয়ার্কশপগুলো লেক গার্ডেন্সেই হয়েছে । থিয়েটারের আনুষঙ্গিক কিছু জিনিস থাকে, যে আমরা থিয়েটার করেছি, অনেক থিয়েটার গ্রুপ ভেঙে যায়, তাদের আবার ফিরিয়ে আনতে হয়, কীভাবে ফিরে আসে তারা, আদতেও ফিরে আসে কি না, সেটাই তুলে ধরা হবে । এছাড়া বেশি কিছু বলা যাবে না... তবে এটা খুব এক্সাইটিং একটা প্রজেক্ট । এরকম এপিসোডিক সিনেমা হয়নি । এটাকে ওয়েব সিরিজ় হিসেবেও দেখা যেতে পারে, সিনেমা হিসেবেও দেখা যেতে পারে । কলকাতাতে শুধু বাংলা ভাষায় কথা বলে না মানুষ । বাংলা, ইংরেজি, হিন্দি সবাই সবকিছু বলি আমরা । আজকের প্রজন্ম এরকমভাবেই আমরা কথা বলি । সেই জন্যেই এটাকে ক্যালকাটা ফিল্ম বলা হচ্ছে । আর আমরা সারাদেশের অভিনেতারা একটা জায়গায় জড়ো হয়েছি, ভালো কিছু তৈরি করার চেষ্টা করছি । আমার মনে হয়, এটা খুব কম দেখা যায়, অর্থাৎ বাংলায় । মুম্বইতে এটা হরদম হতে থাকে ।"