পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Ekla Ghar Trailer Releases : টলিউডের নতুন জুটি ঋষভ-ঐশ্বর্য, প্রকাশ্যে 'একলা ঘর'-র ফার্স্ট লুক

'অল্প হলেও সত্যি'র পর 'একলা ঘর' বানালেন পরিচালক সৌম্যজিৎ আদক (Soumyajit Adak is coming with his New film Ekla Ghor)। এই ছবিতে নতুন জুটিকে পাবে দর্শক।

Ekla Ghar Trailer Releases
টলিউডের নতুন জুটি ঋষভ ঐশ্বর্য, এসে গেল সৌমজিত আদকের আগামী ছবির ট্রেলার

By

Published : Jan 15, 2022, 11:11 AM IST

কলকাতা, 15 জানুয়ারি : নতুন বছরে দর্শকদের নতুন উপহার দিতে চলেছেন পরিচালক সৌম্যজিৎ আদক (Soumyajit Adak is coming with his New film Ekla Ghor)। শীঘ্রই মুক্তি পেতে চলেছে টিম সৌম্যজিতের নতুন ছবি 'একলা ঘর' । প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক । এই ছবিটির প্রযোজনায় হোয়াইট ফেদার্স' সংস্থার কর্ণধার প্রদীপ বাজাজ । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু এবং ঐশ্বর্য সেন। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নিকিতা ধামিজা, হিয়া রায়, সমর দাস-সহ অন্যরা ।

পরিচালনার পাশাপাশি ছবির কাহিনিও লিখেছেন সৌম্যজিৎ আদক । ছবির সংলাপ এবং দৃশ্য সজ্জায় রয়েছেন সমীর কৌশিক । কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সৌম্যজিৎ পরিচালিত সৌরভ দাস, দর্শনা বণিক, সৃজনী রায় এবং ঋষভ বসু অভিনীত বাংলা ছবি 'অল্প হলেও সত্যি' । এবার আসছে 'একলা ঘর'। বলাবাহুল্য, এই ছবির মাধ্যমেই এক নতুন জুটিকে পেতে চলেছে দর্শক । মঞ্চ অভিনেতা ঋষভ বসু কাজ করেছেন বড় পর্দাতেও । গতবছর কিছুদিনের তাঁকে ছোটপর্দাতেও দেখা গিয়েছিল 'খড়কুটো' ধারাবাহিকে । এরপর সৌম্যজিতের সঙ্গে 'অল্প হলেও সত্যি'তে অভিনয় করেন তিনি । জুটি ছিলেন সৃজনী মিত্র ।

আর এবার তাঁর নতুন জুটি ঐশ্বর্য সেন । ঐশ্বর্য ছোটপর্দার পরিচিত মুখ । তবে, এই মুহূর্তে তিনি অধিক ব্যস্ত ওয়েব সিরিজেই । নানা স্বাদের চরিত্রে অভিনয় করেন ঐশ্বর্য । তাঁর ভক্ত সংখ্যাও নেহাত কম নয় । এবার তাঁকে দেখা যাবে একেবারে অন্য ইমেজে ।

নতুন বছরে দর্শকদের নতুন উপহার দিতে চলেছেন পরিচালক সৌম্যজিৎ আদক

আরও পড়ুন :প্রজাতন্ত্র দিবসে আসছে রোহন ঘোষের মুক্তি, কী বলছেন কুশীলবরা ?

ছবি প্রসঙ্গে সৌম্যজিৎ ইটিভি ভারতকে জানান, "আমি আগেও ভালবাসার গল্প নিয়ে কাজ করেছি । 'একলা ঘর' বলবে নব্বই দশকের ভালবাসার গল্প । ভালবাসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি শব্দ- স্বার্থত্যাগ । স্বার্থত্যাগ করেও ভালবাসাকে বাঁচিয়ে রাখা যায় । ভালবাসা মানেই সব কিছু পাওয়া নয় । কিছু না পেয়েও ভালবাসা যায় । এই দিকটাও তুলে ধরতে চেয়েছি গল্পে । এখানে 90 শতকের ভালবাসার গল্প দেখানো হবে । তখন ভালবাসা প্রকাশের মাধ্যম আলাদা ছিল । বর্তমান জীবনের সঙ্গেও কানেকশন থাকবে সেই সময়কার । বাকিটা চমক হিসেবেই থাক ।"

ABOUT THE AUTHOR

...view details