কলকাতা : বেশ কয়েকদিন ধরেই শরীর ভালো নেই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের । আজ সকাল সাড়ে ন'টায় তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ।
সৌমিত্রবাবুর অত্যন্ত কাছের পরিচালক শ্যামল বোস ETV ভারত সিতারাকে বলেন, "আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে । তবে কথা বলার মতো অবস্থায় এখন তিনি নেই । তাঁর মেয়ের সঙ্গে কথা হয়েছে । সে জানিয়েছে, ভয় পাওয়ার মতো কিছু নেই । তবে শ্বাসকষ্ট আছে তাই এখন হাসপাতালে রাখা হয়েছে ।"