পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"মর্মাহত বোধ করছি, অনেকদিনের বন্ধু" : বললেন সৌমিত্র

সত্যজিৎ রায় পরিচালিত অভিযান ও গণশত্রুকে একসঙ্গে কাজ করেছেন সৌমিত্র ও রুমা গুহ ঠাকুরতা।

রুমা গুহ ঠাকুরতা ও সৌমিত্র চ্য়াটার্জি

By

Published : Jun 3, 2019, 10:46 AM IST

কলকাতা : প্রয়াত অভিনেত্রী-গায়িকা রুমা গুহ ঠাকুরতা। আজ ভোরে বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থা শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সৌমিত্র চ্যাটার্জি।

রুমা গুহ ঠাকুরতা মৃত্যুর সংবাদে দুঃখ প্রকাশ করলেন সৌমিত্র। বললেন, "এটা আমার কাছে অত্যন্ত দুঃসংবাদ। মর্মাহত বোধ করছি। উনি আমার সমবয়সী বলা যেতে পারে। অনেক ছবিতে কাজ করেছি অনেকদিন ধরে। আমরা দীর্ঘদিনের বন্ধু। খুবই শোকাহত বোধ করছি। খুবই খুবই খুবই দুঃখজনক আমার কাছে।"


সত্যজিৎ রায় পরিচালিত অভিযান ও গণশত্রুকে একসঙ্গে কাজ করেছেন সৌমিত্র ও রুমা গুহ ঠাকুরতা। এছাড়াও জোড়াদীঘীর চৌধুরী পরিবার নামের একটি ছবিও করেছিলেন তাঁরা।

ABOUT THE AUTHOR

...view details