কলকাতা : শিক্ষকের ভূমিকায় অভিনেতা তথা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তী । বিজেপিকে শেখালেন "গণতন্ত্র"-এর বানান ।
জোরকদমে 2021-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি । প্রতিটা মুহূর্তেই বদলাচ্ছে রাজ্যের রাজনৈতিক ছবিটা । অব্যাহত রয়েছে দলবদলের হিড়িক । কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী । 19 ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন তিনি । ওইদিন তাঁর সঙ্গে ওই মঞ্চে উপস্থিত ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, রাহুল সিনহা, লকেট চ্যাটার্জি ।
নিজের টুইটার প্রোফাইলের কভারে সেই মুহূর্তের ছবি রেখেছেন শুভেন্দু । সেখানে একই মঞ্চে একে অপরের হাত উপরে তুলে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁদের । সেই ছবিকে কেন্দ্র করেই শুরু হয়েছে সমস্যা । মঞ্চে ঠিক তাঁদের পিছনে থাকা ব্যানারে লেখা রয়েছে, "অপশাসন হাটাও-গণতন্ত্র বাঁচাও"। আর সেখানেই "গণতন্ত্র" বানানটি ভুল ছিল ।