পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিজেপিকে "গণতন্ত্র"-র বানান শেখালেন সোহম - soham taught democracy spelling to bjp

অমিত শাহের মেদিনীপুরের সভার ব্যানারে "গণতন্ত্র" বানানটি ভুল লেখা ছিল । আর সেই ছবি টুইটারে শেয়ার করে সোহম লেখেন, "গণতন্ত্র তো মানেন না, অন্তত শব্দের বানানটা তো ঠিক করে লিখতে পারতেন ।"

asd
asdf

By

Published : Dec 30, 2020, 2:52 PM IST

কলকাতা : শিক্ষকের ভূমিকায় অভিনেতা তথা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তী । বিজেপিকে শেখালেন "গণতন্ত্র"-এর বানান ।

জোরকদমে 2021-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি । প্রতিটা মুহূর্তেই বদলাচ্ছে রাজ্যের রাজনৈতিক ছবিটা । অব্যাহত রয়েছে দলবদলের হিড়িক । কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী । 19 ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন তিনি । ওইদিন তাঁর সঙ্গে ওই মঞ্চে উপস্থিত ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, রাহুল সিনহা, লকেট চ্যাটার্জি ।

নিজের টুইটার প্রোফাইলের কভারে সেই মুহূর্তের ছবি রেখেছেন শুভেন্দু । সেখানে একই মঞ্চে একে অপরের হাত উপরে তুলে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁদের । সেই ছবিকে কেন্দ্র করেই শুরু হয়েছে সমস্যা । মঞ্চে ঠিক তাঁদের পিছনে থাকা ব্যানারে লেখা রয়েছে, "অপশাসন হাটাও-গণতন্ত্র বাঁচাও"। আর সেখানেই "গণতন্ত্র" বানানটি ভুল ছিল ।

এই বিষয়টি চোখে পড়তেই বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি সোহম । শুভেন্দুর কভারের স্ক্রিনশট নিয়ে টুইটারে শেয়ার করেন তিনি । এরপর ব্যানারে থাকা "গণতন্ত্র" বানানের উপর লাল দাগ দেন । সেখানে দেখা গিয়েছে, "গণতন্ত্র" বানানে দন্ত্য-ন-এর জায়গায় মূর্ধ-ণ লেখা রয়েছে ।

এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "গণতন্ত্র তো মানেন না, অন্তত শব্দের বানানটা তো ঠিক করে লিখতে পারতেন ।" এরপর এই পোস্টে রাজ্য বিজেপিকে ট্যাগ করেন তিনি । আর তার সঙ্গে নিজের মনের ভাব প্রকাশ করে ইমোজিও দেন ।

2016 সালে বড়জোড়া থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন সোহম । কিন্তু, হেরে যান । তবে দলের সক্রিয় সদস্য হিসেবে রয়েছেন তিনি । দলের যাবতীয় কর্মসূচি সেখানে শেয়ার তিনি । এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে আসা বিভিন্ন কটাক্ষের জবাবও সেখানেই দিতে দেখা যায় তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details