পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আগের থেকে সুস্থ কোরোনা আক্রান্ত সোহম - covid positive

কয়েকদিন ধরেই সোহমের শরীরে কোরোনার মৃদু উপসর্গ দেখা গিয়েছিল । যদিও কোরোনা পরিস্থিতির কথা চিন্তা করে বিষয়টি ফেলে রাখতে চাননি তিনি । কোরোনা পরীক্ষা করান । সোমবার তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

asd
asd

By

Published : Oct 1, 2020, 11:42 PM IST

কলকাতা : কোরোনায় আক্রান্ত সোহম চক্রবর্তী । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি তিনি । এখন অনেকটাই ভালো আছেন বলে জানা গিয়েছে ।

কয়েকদিন ধরেই সোহমের শরীরে কোরোনার মৃদু উপসর্গ দেখা গিয়েছিল । যদিও কোরোনা পরিস্থিতির কথা চিন্তা করে বিষয়টি ফেলে রাখতে চাননি তিনি । কোরোনা পরীক্ষা করান । সোমবার তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

তবে শরীরে তেমন সমস্যা না থাকলেও পরিবারের সদস্যদের কথা চিন্তা করে হাসপাতালে ভরতি হন সোহম । এখন তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো আছে বলে জানা গিয়েছে । তাঁর স্ত্রী ও সন্তানদের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ।

এর আগে কোরোনা থাবা বসিয়েছিল কোয়েল মল্লিক ও রাজ চক্রবর্তীর বাড়িতে । আক্রান্ত হয়েছিলেন কোয়েল সহ রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিক । অন্যদিকে বাড়িতে একমাত্র আক্রান্ত হয়েছিলেন রাজ । এখন অবশ্য তাঁরা সবাই সুস্থ । কাজেও ফিরেছেন ।

ABOUT THE AUTHOR

...view details