পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"50 একটা সংখ্যা হলেও তার প্রভাব পড়ে শরীরে" - সিদ্ধার্থ শংকর

সম্প্রতি 50 বছরে পা দিলেন ক্যাকটাস ব্যান্ডের অন্যতম প্রধান সদস্য সিধু । জন্মদিনকে বিশেষভাবে পালন করতে ব্যান্ডের সহযোগিতায় একটি মিউজ়িকাল কনসার্টের আয়োজন করা হয়েছিল । ক্যাকটাসের পাশাপাশি সেখানে পারফর্ম করে অন্য ব্যান্ডের সদস্যরাও ।

fg
fg

By

Published : Dec 30, 2019, 1:47 PM IST

কলকাতা : পেশায় একজন ডাক্তার হলেও,গান তাঁর বরাবরই প্রিয় । আর গানের প্রতি ভালোবাসা থেকে একটি ব্যান্ড তৈরি করেন সিদ্ধার্থ শংকর । যদিও সিধু মানেই বহুল পরিচিত । সালটা 1992 । ডাক্তারি পড়ার পাশাপাশি কয়েকজন বন্ধুকে নিয়ে খুলে ফেলেন একটি বাংলা ব্যান্ড । নাম 'ক্যাকটাস'। শুরুর দিনগুলিতে খুব একটা জনপ্রিয়তা পাননি । তারপর অবশ্য সাধারণ মানুষের কাছে পরিচিত একটি নাম হয়ে ওঠে । এরপর যত দিন গেছে এই ব্যান্ডের পরিচিতি তত বেড়েছে । সম্প্রতি 50 বছরে পা দিলেন এই ব্যান্ডের অন্যতম প্রধান সদস্য সিধু ।

জন্মদিনকে বিশেষভাবে পালন করতে ব্যান্ডের সহযোগিতায় একটি মিউজ়িকাল কনসার্টের আয়োজন করা হয়েছিল । ক্যাকটাসের পাশাপাশি সেখানে পারফর্ম করে অন্য ব্যান্ডের সদস্যরাও । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন হৈমন্তী শুক্লা, অনিন্দ্য শহর, উজ্জয়নী, ডিজে বাপন, গাবু সহ আরও অনেকে ।

50 বছর পা দিয়ে সিধু বলেন, "50 বছর একটা মাইলস্টোন । এই সময় পিছনে ফিরেও কখনও দেখতে ইচ্ছে করে । তখন মনে হয় এতদিন যতটুকু করেছি তাতে আমার তৃপ্তি রয়েছে । কখনও সামনেও তাকাতে ইচ্ছে করে । তবে এখনও অনেক কাজ করা বাকি রয়েছে । খুব তাড়াতাড়ি বাকি কাজ করতে হবে । 50 শুধুমাত্র একটা সংখ্যা হলেও তার কিছু প্রভাব শরীর ও গলাতে পড়ে । সেগুলো আমাকে মাথায় রেখে অনেক কাজ করতে হবে ।"

সিধু সম্পর্কে হৈমন্তী শুক্লা বলেন,"সিধুকে আমি ভীষণ পছন্দ করি । ওর সঙ্গে যখন আমার প্রথমবার দেখা হয়েছিল আমাকে রাস্তায় দাঁড়িয়ে গান শুনিয়েছিল । যদিও বা আমি অন্য ধরনের গান গাই ওরা অন্য ধরনের গান গায় । তবুও আমার সিধুর গান সব সময় ভালো লাগে । ওর সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত। কারণ যখনই আমার শরীর খারাপ হয় তখনই ওকে ফোন করে বলি ভাই বলতো কী ওষুধ খাব ।"

মাত্র কয়েকদিন আগেই 50-এ পা দিয়েছেন অনিন্দ্য শহর । তাই বন্ধুর 50-এ পা দেওয়া সম্পর্কে বলেন,"হিসেব মতো সিধু আমার থেকে 10 দিনের ছোটো । আর 50 কমপ্লিট করার পর আমাদের একটাই কথা মনে আসতে লাগল যে আমরাও আধ বুড়ো হয়ে গেলাম । কিন্তু, এই আধবুড়ো হয়ে যাওয়ার পরও সিধু এরকম একটা অনুষ্ঠান করার সাহস দেখাল । সেটাই আমাদের নতুন করে বেঁচে থাকার রসদ দেবে ।"

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details