পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পথশিশুদের নিয়ে মানবিক শর্টফিল্ম 'যে নামেই ডাকো' - Bengali Short Film

দুটি পথশিশু, যাদের সম্পদ বলতে কিছুই নেই। শুধু রয়েছে একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। কেমন তাদের জীবন? সেই গল্পই বলবে 'যে নামেই ডাকো'।

শর্ট ফিল্ম

By

Published : Jun 17, 2019, 2:22 PM IST

কলকাতা : পরিচালক শুভঙ্কর বেরার দ্বিতীয় শর্টফিল্ম 'যে নামেই ডাকো'। গল্পের প্রেক্ষাপট দু'জন পথশিশুকে কেন্দ্র করে। এই দুই ভাইবোনের চরিত্রে শিশুশিল্পী ঋষু দে ও সংস্থিতা।

পরিচালক ETV ভারত সিতারাকে বললেন, "একদিন আমি রাস্তা দিয়ে যেতে যেতে দু'জন পথশিশুকে দেখি। দেখি তারা একটা শুকনো বিস্কুট খাচ্ছে, তাও আবার খুব খুশি মনে। এটা দেখেই আমার মনে হয় যে, আমাদের কাছে প্রচুর জিনিস থাকলেও আমরা সন্তুষ্ট হতে পারি না। আর ওই বাচ্চাদুটো যেটুকু পাচ্ছে, সেটুকু নিয়েই ভালো থাকছে। এটা আমাদের কাছে একটা বড় শিক্ষা।"

ক্যামেরায় ধরা দিল দুই শিশুশিল্পীও। দু'জনেই স্বীকার করে নিল যে, "শুভঙ্কর স্যার"-এর সঙ্গে কাজ করে তাদের খুব ভালো লেগেছে। ভিডিয়োয় শুনুন সবাই কী বলছেন...

শুনে নিন সবার বক্তব্য

ABOUT THE AUTHOR

...view details