পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মিত্র থেকে সান্যাল হয়ে গেলেন শ্রীলেখা ?

চার্মিং লেডি হিসেবে পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রাখঢাক করে কথা বলতে পারেন না। মনে যা মুখেও তাই। যে কারণে স্পষ্টবক্তাদের নয়নের মণি তিনি। ৩১ মে থেকে স্ট্রিমড করতে চলেছে শ্রীলেখা অভিনীত 'মিসেস সান্যাল'। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজনা সংস্থার ডিজিটাল প্লাটফর্ম হইচইয়ের নতুন শর্ট 'মিসেস সান্যাল'। ETV ভারতের সঙ্গে ছবি সম্পর্কে কথা বললেন শ্রীলেখা মিত্র।

শ্রীলেখা মিত্র

By

Published : May 22, 2019, 9:16 PM IST

কলকাতা : শ্রীলেখা বললেন, "একটু অন্যধরনের গল্প। দর্শক প্রথমে একটু ধাক্কা খাবে। আমার অভিনয় করে খুব ভালো লেগেছে। অভিনয় করেছেন বিপ্লব আর অরিজিৎ, মানে দাদুল। ছবিতে আমি একটি ছোট্ট বাচ্চার মা। মধ্যবিত্ত পরিবারের গল্প। বেশি কাস্টিং নেই।"

শর্টের পোস্টার
ছবির বিষয়বস্তু সম্পর্কে শ্রীলেখা বললেন, "ছবির প্রথম নাম ছিল 'দ্যাট গিফট'। পরে নাম পাল্টে হয়েছে 'মিসেস সান্যাল'। মিসেস সান্যালের ছেলের জন্মদিনকে উপলক্ষ্য করে আসবে সেই গিফট। এখানে মিসেস সান্যাল মধ্যবিত্ত পরিবারের গৃহবধু। সে একজন টিপিক্যাল মা। এটা একটা দিনের গল্প। সংসারের বাড়তি খরচগুলো মেটানোর জন্য মিসেস সান্যাল ডোর টু ডোর ঘুরে সেলসম্যানের কাজ করে।"
ঘরোয়া মেজাজে শ্রীলেখা

তবে শুনে সাধারণ মনে হলেও গল্পের শেষে একটা সাসপেন্স রয়েছে। কলকাতাতেই পুরো শুটিং হয়েছে জানালেন শ্রীলেখা।

ABOUT THE AUTHOR

...view details