কলকাতা, 28 জানুয়ারি: আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay stable)। শুক্রবার সকালে হাসপাতালে চা-বিস্কুট খেয়েছেন তিনি ।
গতকাল গায়ে জ্বর, ফুসফুসের সংক্রমণ ও কোমরে চোট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay in hospital)। সেখানে করোনা পরীক্ষা করানো হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে ৷ হার্টের অবস্থাও ভাল নয় শিল্পীর । এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
তবে সূত্রের মারফৎ জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি (Sandhya Mukhopadhyay health update) আপাতত স্থিতিশীল । গতকাল রাতের তুলনায় এখন ভাল আছেন তিনি । রক্ত পরীক্ষার রিপোর্টও ভাল । এখন গায়ে জ্বর নেই । তাপমাত্রার পাশাপাশি রক্তচাপও স্বাভাবিক হয়েছে । গতকাল রাতে রাইলস টিউবে করে খাওয়ানো হয় তাঁকে । তবে শুক্রবার সকালে সেই টিউব খুলে দেওয়া হয় । সকালে তিনি চা-বিস্কুট খেয়েছেন ।