মুম্বই, 13 ফেব্রুয়ারি:বসন্ত পঞ্চমীতে সরস্বতীর ভাসানের দিনেই চলে গিয়েছেন মর্ত্যের সাক্ষাৎ সরস্বতী ৷ হারিয়ে গিয়েছে কোকিলকণ্ঠ ৷ প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে ৷ দেশের জন্য এটা অপূরণীয় ক্ষতি, সবার মুখে মুখে ঘুরছে একই কথা ৷ প্রয়াত শিল্পীর গান গেয়ে এখনও তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন নেটনাগরিকরা ৷ সেই তালিকায় এ বার শামিল হলেন বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan sings lag ja gale)৷
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে রবিবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন বলিউডের সুলতান ৷ সেখানে তাঁকে গান গাইতে দেখা গিয়েছে ৷ প্রয়াত ভারতরত্নের জনপ্রিয় গান 'লগ যা গলে'র সুরে গলা মেলানোর সময় আবেগতাড়িত হতে দেখা গিয়েছে দাবাং স্টারকে ৷
আরও পড়ুন:Hema and Madhuri on Lata Mangeshkar : লতা স্মরণে আবেগে ভাসলেন হেমা-মাধুরী