পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Salman Sings 'Lag ja gale': লগ যা গলে ! গান গেয়ে লতাকে নিয়ে আবেগী সলমন - লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা সলমন খানের

লতা মঙ্গেশকরের (Salman Khan Sings to Pay Tribute to Lata Mangeshkar) জনপ্রিয় গান 'লগ যা গলে' গেয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন সলমন খান (Salman Khan sings lag ja gale)৷

Salman Khan Sings Lag Ja Gale to Pay Tribute to Lata Mangeshkar
লগ যা গলে ! গান গেয়ে লতাকে নিয়ে আবেগী সলমন

By

Published : Feb 13, 2022, 9:46 AM IST

মুম্বই, 13 ফেব্রুয়ারি:বসন্ত পঞ্চমীতে সরস্বতীর ভাসানের দিনেই চলে গিয়েছেন মর্ত্যের সাক্ষাৎ সরস্বতী ৷ হারিয়ে গিয়েছে কোকিলকণ্ঠ ৷ প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে ৷ দেশের জন্য এটা অপূরণীয় ক্ষতি, সবার মুখে মুখে ঘুরছে একই কথা ৷ প্রয়াত শিল্পীর গান গেয়ে এখনও তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন নেটনাগরিকরা ৷ সেই তালিকায় এ বার শামিল হলেন বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan sings lag ja gale)৷

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে রবিবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন বলিউডের সুলতান ৷ সেখানে তাঁকে গান গাইতে দেখা গিয়েছে ৷ প্রয়াত ভারতরত্নের জনপ্রিয় গান 'লগ যা গলে'র সুরে গলা মেলানোর সময় আবেগতাড়িত হতে দেখা গিয়েছে দাবাং স্টারকে ৷

আরও পড়ুন:Hema and Madhuri on Lata Mangeshkar : লতা স্মরণে আবেগে ভাসলেন হেমা-মাধুরী

পোস্টটির ক্যাপশনে তিনি (Salman Khan Sings Lag Ja Gale to Pay Tribute to Lata Mangeshkar) লিখেছেন, "লতাজির মতো আর কখনও কারওকে দেখিনি, তাঁর মতো কারওকে পাবও না..." সলমন খানের এই ভিডিয়ো দেখে আবেগে ভেসেছেন তাঁর ভক্তরাও ৷ গান গাওয়ার দক্ষতার প্রশংসার পাশাপাশি কমেন্ট বক্সে গায়িকাকে স্মরণ করেছেন মানুষজন ৷

আরও পড়ুন:Lata Mangeshkar funeral : পঞ্চভূতে বিলীন সুরসম্রাজ্ঞী, চোখের জলে শেষ বিদায়...

গত 6 ফেব্রুয়ারি প্রয়াত হন ভারতের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর ৷ শিবাজি পার্ক ময়দানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷

ABOUT THE AUTHOR

...view details