পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সৃজিত-মিথিলা পারফেক্ট ম্যাচ অফ ম্যাচিওরিটি : রুদ্রনীল - রুদ্রনীল ঘোষ

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে আজ বিয়ে করতে চলেছেন পরিচালক সৃজিত মুখার্জি । রেজিস্ট্রি ম্যারেজ করবেন তাঁরা ।

g
gf

By

Published : Dec 6, 2019, 5:28 PM IST

কলকাতা : আজ পরিচালক সৃজিত মুখার্জির বিয়ে । বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করছেন তিনি । তাঁদের বিয়ে নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো চলছিল । আর সেই জল্পনাকে সত্যি করে চার হাত এক হতে চলেছে আজ । সৃজিতের বিয়ে নিয়ে খুবই আনন্দিত দীর্ঘদিনের বন্ধু অভিনেতা রুদ্রনীল ঘোষ । আমন্ত্রিত অতিথিদের তালিকায় প্রথম কয়েক জনের মধ্যেই রয়েছেন তিনি ।

সৃজিত সম্পর্কে রুদ্রনীল বলেন, "আমি সৃজিতের খুবই ঘনিষ্ঠ । আজ ওর বাড়িতেই মিথিলার সঙ্গে রেজিস্ট্রি হবে । দু'জন ম্যাচিওরড মানুষ বিয়ে করছে । এটা একটা মেন্টাল সেটেলমেন্টের জায়গা । এটা ওদের ব্যক্তিগত বিষয় । কেউ আগে ভাবে, কেউ পড়ে । সৃজিত এই সময় সেটা ভাবতে পেরেছে । তার পরিবারের প্রয়োজন রয়েছে ও তাদের দেওয়ার মতো সময়ও রয়েছে । বিয়ে করে কাউকে ঘরে ফেলে রেখে দিলাম, এটা তো হয় না । পরিবারকেও সময় দেওয়া প্রয়োজন । সৃজিত এই মুহূর্তে এই সব কথা ভাবতে পেরেছে । তার মনে হয়েছে এই মানসিকতার মানুষের সঙ্গে আমি আমার বিষয়গুলোকে শেয়ার করতে পারি । তাই এই মানুষকে ও নির্বাচন করেছে ।"

সৃজিত-মিথিলার নতুন জীবনের জন্য শুভেচ্ছা দিতে গিয়ে রুদ্রনীল বলেন, "আমি চাই তারা দু'জনেই ভালো থাকুক । দু'জনেই একে অপরের কর্মক্ষেত্রের জায়গাটাকে সম্মান দিক । আমি দু'জনকেই ব্যক্তিগতভাবে চিনি । সেখান থেকে আমার মনে হয়েছে এরা 'পারফেক্ট ম্যাচ অফ ম্যাচিওরিটি'।"

প্রিয় বন্ধুকে কী উপকার দিচ্ছেন রুদ্রনীল ? বলেন, "আমি জানি না সৃজিতকে কী গিফট দেব । সবার আগে নিজেকে নিয়ে পৌঁছে যাব, এটা বড় গিফট হবে । আমরা চাই বর-বউয়ের মধ্যে একটা ঝগড়া হোক । আর সেখানে আমরা ঢুকে গিয়ে বলি আমরাই মেটাচ্ছি । হাঁড়ি-কড়াই একসঙ্গে থাকলে ঠোকাঠুকি হবে । কারণ একে ভারতীয়, তার উপর বাঙালি । আমাদের মতই শয়তান বন্ধুরা অপেক্ষা করে থাকে যে এই ঠোকাঠুকিকে মিটিয়ে দিয়ে, একদিন বলব চল তাহলে খাওয়া । কিন্তু, আমি তাদের মধ্যে অশান্তির কোনও সুযোগ দেখছি না । দু'জনে এতটাই ম্যাচিওর । তারা এত ভালো একে অপরকে বোঝে যে ঝগড়া লাগাবো কীভাবে সেটাই আমাদের প্ল্যানিং করতে হবে । "

আজ রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে সৃজিত-মিথিলার । পরে দু'জনের বাড়ির তরফে একটা বড় রিসেপশন দেওয়া হবে বলে জানিয়েছেন রুদ্রনীল ।

ETV ভারত সিতারার তরফে সৃজিত-মিথিলার নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা ।

ABOUT THE AUTHOR

...view details